মৌমাছি হানায় থেমে গেল বিমান পরিষেবা। ধোঁয়া থেকে শুরু করে জলকামান— কোনও কিছু দিয়েই তাড়ানো গেল না মৌমাছির দলকে। মৌমাছিদের হানায় উড়তেই পারল না সুরাত থেকে জয়পুরগামী বিমান। পরিস্থিতি ঠিক হতে হতে কেটে গেল প্রায় ১ ঘন্টা।
ঘটনা দেখে হতবাক সুরাত এয়ারপোর্টে থাকা যাত্রীরা। সোমবার বিকাল ৪.২০ মিনিটে গুজরাটের সুরাট থেকে জয়পুরের দিকে ওড়ার জন্য দাঁড়িয়ে ছিল ইন্ডিগোর ফ্লাইট। বিমানে যাত্রীরা উঠে পড়েছেন। চলছিল যাত্রীদের মালপত্র তোলার কাজ। সেই সময় লাগেজ গেটে এই আজব কান্ডটি ঘটে। একসঙ্গে হাজার হাজার মৌমাছি লাগেজগেটে আক্রমণ করে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পালিয়ে বাঁচেন বিমানবন্দরের কর্মীরা। কিছুক্ষন অপেক্ষার পরও যখন মৌমাছিদের দল সেখান থেকে সরেনি তখন বিমানবন্দর কর্মচারীরা শুরু করে মৌমাছি হাঁটাও অভিযান। প্রথমে ধোঁয়া ও পরে জলকামান দিয়ে মৌমাছিদের তাড়ানোর চেষ্টা করা হয়। প্রায় একঘন্টার চেষ্টার পর মৌমাছিদের সেখান থেকে তাড়াতে সক্ষম হন কর্মচারীরা।
এই কাণ্ডকারখানার জেরে যাত্রীদের ঠায় বসে থাকতে হয় বিমানে। প্রায় এক ঘন্টা পরে বিমানটি ওড়ার অনুমতি পায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সুরাত বিমানবন্দরে এই ধরণের ঘটনা এটিই প্রথম। ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেন না ঘটে তার দিকে বিশেষ নজর রাখা হবে।
গত বছর জুলাই মাসে, মুম্বই থেকে বরেলিগামী ইন্ডিগোর আরেকটি বিমান ঠিক এ ভাবেই মৌমাছির কবলে পড়ে। মৌমাছিরা ইন্ডিগোর ফ্লাইটটিকেও আক্রমণ করে। সেই সময় মৌমাছি তাড়িয়ে বিমানটি ছাড়তে ৩ ঘণ্টা পেরিয়ে গিয়েছিল।
