রীতিমত চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের ঠানে জেলার শাহাপুরের আর.এস. দামানি স্কুল। বিদ্যালয়ের ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানোর অভিযোগ! ওই স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির বেশ কয়েক জন ছাত্রীকে জোর করে পোশাক খুলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মঙ্গলবার স্কুলের বাথরুমে রক্তের দাগ দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ ওই শ্রেণির সমস্ত ছাত্রীকে এক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর পর কিছু ছাত্রীকে জোর করে অন্তর্বাস খুলে দেখাতে বলা হয়, এমনটাই অভিযোগ অভিভাবকদের।
এক অভিভাবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মেয়েদের স্বাভাবিক শারীরবৃত্তীয় বিষয় ঋতুস্রাব সম্পর্কে শিক্ষা দেওয়ার পরিবর্তে, স্কুলের প্রধান শিক্ষিকা মানসিক চাপ সৃষ্টি করেছেন ছাত্রীদের উপর। এটা খুবই লজ্জাজনক ও নিন্দনীয় কাজ। আমরা চাই, অবিলম্বে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু হোক এবং তাঁকে গ্রেফতার করা হোক।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই ঘটনার পর ছাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তারা বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা পরিবারের লোকজনকে জানালে, পর দিনই ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে পৌঁছে বিক্ষোভ দেখান। এই ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যে একটি মামলা রুজু করেছে এবং স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কড়া সমালোচনা শুরু হয়েছে স্কুল প্রশাসনের বিরুদ্ধে