অ্যামাজ়ন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সম্প্রতি তার চতুর্থ সিজ়ন মুক্তি পেয়েছে। প্রথম সিজ়ন থেকেই বিপুল প্রশংসায় ভূষিত এই সিরিজ়। খ্যাতি যত বেড়েছে ততই সাধারণ মানুষের উৎসুক হয়েছেন অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে। কত টাকা করে পারিশ্রমিক পান তাঁরা? কার পারিশ্রমিকের পরিমাণ সবচেয়ে বেশি? শোয়ের খ্যাতি বাড়লে, পারিশ্রমিক বাড়ে? একাধিক জল্পনাও শুরু হয়ে যায় এই নিয়ে।
তৃতীয় সিজ়ন মুক্তির আগে একাধিক প্রতিবেদনে অভিনেতাদের আনুমানিক পারিশ্রমিকের পরিমাণ বলা হয়। ‘বিজ়নেস স্ট্যান্ডার্ডে’র প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি পারিশ্রমিক পান জিতেন্দ্র কুমার ওরফে ‘সচিবজি’। প্রত্যেক পর্বের জন্য নাকি ৭০ হাজার টাকা পান তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে নীনা গুপ্তা, পান ৫০ হাজার, তার পর রঘুবীর যাদব, পান ৪০ হাজার। এর পর নাকি ফৈজল মালিক ও চন্দন রায়, যাঁরা পর্ব পিছু ২০ হাজার টাকা করে পান। এই হিসেব সঠিক হলে সিজ়ন ৩ ও ৪ থেকে জিতেন্দ্রর মোট আয় হওয়ার কথা ৫.৬ লক্ষ টাকা। যদিও এই অঙ্ক একেবারে সঠিক কি না সেই বিষয়ে সন্দেহ আছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সম্প্রতি এক সাক্ষাৎকারে পারিশ্রমিক প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা ফৈজল মালিক। সকলের প্রিয় ‘প্রহ্লাদ চা’ জানান কীভাবে পারিশ্রমিক নিয়ে কথা হয় নির্মাতাদের সঙ্গে। তাঁর সঙ্গে চুক্তির কথা শুরুর সময় প্রসঙ্গে বলেন, ‘প্রজেক্টে কাজ করতে রাজি হওয়ার পর টাকা নিয়ে আলোচনা শুরু হয়।’ যদিও কত টাকা পাচ্ছেন সেই পরিমাণ তিনি জানাননি, তবে বলেন, ‘সব আচ্ছা থা’ অর্থাৎ সবই ভাল ছিল।
এর পর তিনি বলেন বিভিন্ন ভাবে পারিশ্রমিক দেওয়ার নিয়ম আছে। যেমন, ‘একাধিক ভাবে পেমেন্ট হতে পারে। দিনের হিসেবে কেউ টাকা দেন, কেউ একসঙ্গে। এখন যে নিয়মে কর্পোরেট চলে, দিনের হিসেবে স্যালারি ভাগ করা হয়। প্রজেক্টে যতদিন কাজ করবে সেই হিসেবে ভাগ করা হয় টাকার পরিমাণ। তারপর কিস্তিতে দেওয়া হয় টাকা। চুক্তি সই করার সময় খানিকটা টাকা দেন। তারপর শ্যুটিং শুরু হলে, শ্যুটিংয়ের মাঝে, শেষে, ডাবিংয়ের শেষে ও মুক্তির পরে দেওয়া হয়। মোটামুটি ৫ কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রায় ১ বছর ধরে। শো রিলিজ় না হওয়া পর্যন্ত পুরো পেমেন্ট পাওয়া যায় না।’
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
শোয়ের খ্যাতি বাড়লে টাকা বাড়ে? অভিনেতার কথায়, ‘যদি চুক্তিতে সেই কথা লিখিয়ে নেওয়া হয় তাহলেই একমাত্র টাকা বাড়ানো হয়। শোয়ের জনপ্রিয়তা কিছুই বদলাতে পারে না। আমি নিজের চুক্তিতে সেটা লিখিয়ে নিয়েছিলাম। সব দারুণ ছিল।’ সাধারণ মানুষ আপাতত ‘পঞ্চায়েত সিজ়ন ৫’-এর অপেক্ষায়।