আগামী ২৩ জুলাই যুবভারতীতে ঢাকে কাঠি পড়ছে ১৩৪তম ডুরান্ড কাপের। যদিও শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক (১৭ বার) শিরোপার অধিকারী মোহনবাগান অংশ নেবে কি না তা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। মোহনবাগান সুপার জায়ান্টসের তরফ থেকে শর্ত রাখা হয়েছিল ডুরান্ড কমিটির কাছে। জানা গিয়েছিল, এই শর্ত মেনে নেওয়া হলে তবেই প্রতিযোগিতায় অংশ নেবে তারা। অবশেষে কেটে গেল মেঘ। বাগান শিবির জানিয়ে দিল, ডুরান্ড খেলতে তাদের কোনও আপত্তি নেই। এর পাশাপাশি ডুরান্ড কাপ নিয়ে একটি প্রস্তাবও রেখেছে তারা।
এ বারের ডুরান্ড কাপে অংশ নেওয়া থেকে বিরত থাকছে আইএসএলে’র ৬ টি দল। মনে করা হয়েছিল, সপ্তম দল হিসাবে এই তালিকায় যোগ দেবে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস। তবে এ বার জানা গিয়েছে, সবুজ মেরুনদের দেওয়া শর্ত মেনে নিয়েছে ডুরান্ড কমিটি। এই সময় নানান রকম টুর্নামেন্টের কারণে প্র্যাকটিসের জন্য মাঠ পাওয়ার সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে ডুরান্ড কমিটির কাছে অনুশীলনের মাঠ দেওয়ার শর্ত রেখেছিল মোহনবাগান। সেই দাবি মেনে নিয়ে তাদের যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এ দিকে এরই পাশাপাশি এআইএফএফকে আরও একটি প্রস্তাব দিয়েছে মোহনবাগান। যা অভূতপূর্ব। মেরিনার্সের তরফে বিদেশিমুক্ত ডুরান্ড কাপের আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ শতবর্ষেরও বেশি পুরনো এই প্রতিযোগিতায় এ বার থেকে খেলতে পারবেন শুধু ভারতীয় ফুটবলাররাই। ভারতীয় ফুটবলের উন্নতি কল্পেই এই মর্মে ভারতের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহনবাগান। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি ফেডারেশনের তরফে।