ঘরে ঘরে ফের সেই চেনা সুর বাজতে চলেছে। ছোটপর্দায় ফের শুরু হবে তুলসী ভিরানির যাত্রা। আগামী ২৯ জুলাই থেকে রাত সাড়ে ১০টায় স্টার প্লাসে দেখা যাবে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি রিবুট’। এরই মাঝে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী স্মৃতি ইরানির পারিশ্রমিকের বিরাট বদল। একাধিক প্রতিবেদন সূত্রে খবর, প্রতি পর্বের জন্য নাকি ১৪ লক্ষ টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন অভিনেত্রী। কিন্তু জানেন কি, ২০০০ সালে যখন এই ধারাবাহিক প্রথম শুরু হয়, তখন পর্দার তুলসীর পারিশ্রমিক ছিল পর্ব পিছু ১৮০০ টাকা করে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
যদিও তাঁর এখনের পারিশ্রমিক প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। তবে স্মৃতির কর্মজীবনের শুরুটা মোটেই এই গ্ল্যামার দুনিয়া থেকে হয়নি। ‘কার্লি টেলস’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে এক সময় তিনি ম্যাকডোনাল্ডসে কাজ করতেন, বেতন পেতেন প্রতি মাসে ১৮০০ টাকা। এক জ্যোতিষী নাকি প্রযোজক একতা কাপুরকে বলেছিলেন যে স্মৃতি ইরানি দেশের পরিচিত মুখ হয়ে উঠবেন। খুব অপ্রত্যাশিতভাবেই অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। ভবিষ্যদ্বাণী শুনে স্মৃতি ইরানির সঙ্গে প্রাথমিকভাবে একটি ছোট চরিত্রের জন্য করা চুক্তি ছিঁড়ে ফেলেন একতা। এরপর তাঁকে প্রতি দিনে ১৮০০ টাকা অফার করেন প্রযোজক। এরপর সাফল্যের পথে কেবল স্মৃতি উঠেছেন, কখনও পিছন ফিরে তাকাতে হয়নি।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
২০০০ সালে প্রথম টেলিকাস্ট হওয়া শুরু হয় ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’। ভারতজুড়ে প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়ে ওঠেন তুলসী ভিরানি। এবার ‘রিবুট’-এর প্রথম লুক প্রকাশ করা হয়েছে নির্মাতাদের তরফে। টিজারের পোস্টে লেখা হয়, ‘আপনারাও কি বিশ্বাস করতে পারছেন না? ২৫ বছর পর, তুলসী ভিরানি ফিরছেন, এক নতুন গল্প সঙ্গে নিয়ে।’ অনুরাগীদের উচ্ছ্বসিত করে স্মৃতি ইরানিকে বলতে শোনা যায়, ‘অবশ্যই আসব। কারণ এত বছরের সম্পর্ক রয়েছে যে। আপনাদের সঙ্গে আবার দেখা করার সময় এসে গেছে।’ ওটিটি প্ল্যাটফর্ম ডিজ়নি প্লাস হটস্টারেও এই ধারাবাহিক স্ট্রিম করবে।