অশালীন চিঠি পাঠিয়ে অস্বস্তিতে ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি চিঠিটি ভুয়ো। সেই চিঠি প্রকাশ করায় ট্রাম্প ইতিমধ্যে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মালিক সংস্থা ডো জোন্স ও তার মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন মার্কিন ডলারের মামলা করেছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের দাবি ট্রাম্প চিঠিটি পাঠিয়েছিলেন প্রয়াত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনকে। জেফরি বহু নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন। শেষে প্রায় ছ’বছর আগে জেলের কুঠুরিতেই আত্মহত্যার পথ বেছে নেন বলেই দাবি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প এপস্টেইনকে তাঁর পঞ্চাশতম জন্মদিনে একটি চিঠি পাঠান। তাতে নাকি একটি নগ্ন নারীর ছবি আঁকা ছিল। আর এতেই ক্ষুব্ধ ট্রাম্প। তিনি ওই খবরটি যাঁদের নামে বেরিয়েছে সেই সাংবাদিক খাদিজা সফদার এবং জোসেফ পালাজ্জোলোর পাশাপাশি সংবাদমাধ্যমের মালিক সংস্থা ডো জোন্স ও তার মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন মার্কিন ডলারের মামলা করেছেন। ট্রাম্পের দাবি, ওই চিঠি সম্পূর্ণ ‘ভুয়’।
ট্রুথ সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘ওই প্রতিবেদন ‘ভুয়ো, ক্ষতিকর, অবমাননামূলক।’ তাঁর দাবি, তিনি কখনওই নারীদের ছবি আঁকেন না। ওই চিঠির ভাষাও তাঁর নয়। পুরোটাই বানিয়ে তোলা। তাই এই মামলা। আমি আশা করি রুপার্ট এবং তার ‘বন্ধুরা’ আদালতে নিজেদের স্বপক্ষে সাক্ষ্য-প্রমাণ রাখার জন্য তৈরি থাকবেন। তাঁরা কি বলেন তার জন্য জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অন্যদিকে, ডো জোন্সের মুখপাত্র বিবিসিকে একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের প্রতিবেদন একদম সত্য এবং নির্ভুল। আইনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এবং যে কোনও মামলার বিরুদ্ধে আমরা জোরালো লড়াই করব।
