সুদীপ্ত চট্টোপাধ্যায়
নদিয়ার কালীগঞ্জ মডেলেই আসন্ন বিধানসভা নির্বাচনে নজির গড়তে চলেছে বিহার। কারণ বিহার হবে প্রথম রাজ্য যেখানে বিধানসভার সাধারণ নির্বাচনে প্রতিটি বুথেই ভোটার সংখ্যা হবে অনধিক ১২০০। অর্থাৎ, গত ২৪ জুন নির্বাচন কমিশন দেশজুড়ে প্রতিটি ভোটের বুথে ভোটার সংখ্যা সর্বাধিক ১২০০ করার যে নির্দেশিকা জারি করেছিল বিহারের আসন্ন বিধানসভা সাধারণ নির্বাচনে তার প্রথম প্রয়োগ হতে চলেছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রসঙ্গত, এর আগে এরাজ্যের নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনেও পরীক্ষামূলক ভাবে বুথ প্রতি ১২০০ ভোটার নিয়ে নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছিল। এবার গোটা রাজ্যজুড়ে বিধানসভার সাধারণ নির্বাচনে সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বিহারে। এজন্য বিহারে আরও ১২ হাজার ৮১৭টি নতুন বুথ যুক্ত হয়েছে। ‘২৫ এর নির্বাচনে বিহারে মোট ভোট বুথের সংখ্যা ৭৭ হাজার ৮৯৫ থেকে বেড়ে ৯০ হাজার ৭১২ হল। বিহারের এই নজির এবার থেকে দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনেও প্রযোজ্য হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, মরত ভোটার, অন্যত্র স্থানান্তর, ডুপ্লিকেট ভোটার কার্ড এবং নির্দিষ্ট ঠিকানায় খোঁজ না মেলায় এখনও পর্যন্ত বিহারের মোট ৭,৮৯,৬৯,৮৪৪ জন ভোটারের মধ্যে ৪৩,৯২,৮৬৪ জন ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। SIR এর জন্য আজ পর্যন্ত ৭,৫৯,৯৬,০৮২ জন ভোটার এনুমারেশন ফর্মে অন্তর্ভুক্ত হলেও এখনও ২৯,৬২,৭৬২ জন ভোটারকে বিহারে চিহ্নিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
আগামী ২৫ জুলাই এই ফর্ম পূরণের শেষ দিন হওয়ায় চিন্তা বেড়েছে কমিশনের। বিহারের ১০০ শতাংশ ভোটার যাতে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারেন সেকারণে বিহারের স্বীকৃত ১২টি রাজনৈতিক দলের কাছে স্থানীয় বা জেলা স্তরে সাহায্যের আহ্বানও জানিয়েছে কমিশন। আগামী পয়লা অগাস্ট বিহারে SIR পরবর্তী সংশোধিত নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে।
