অহন পান্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সইয়ারা’ ছবিটি বক্স অফিসে চালাচ্ছে ঝোড়ো ইনিংস। সেই আবহেই শনিবার মুম্বইয়ে আয়োজন করা হয় ছবির বিশেষ সাফল্যের পার্টি। মোহিত সুরির পরিচালনায় তৈরি এই ছবিটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে একটানা দর্শক টানছে। আর সেই সাফল্য উদযাপন করতে একসঙ্গে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা, তাঁদের পরিবার ও বন্ধুরা।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পার্টির নানা ছবি ও ভিডিও। সবচেয়ে আলোচিত মুহূর্তগুলির মধ্যে অন্যতম অহন ও অনীতের অফ-স্ক্রিন ঘনিষ্ঠতা, যা ঘিরে নতুন করে তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তাহলে বলিউডে নতুন জুটি আসা এখন স্রেফ সময়ের অপেক্ষা?
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কাটার আগে অহন ফিসফিস করে কিছু বলছেন অনীতকে। সাদা ডিপ-নেকলাইন ড্রেসে অনীত এবং কালো টি-শার্ট, জিনস ও জ্যাকেটে অহনকে দেখাচ্ছিল নজরকাড়া।
কেক কাটার সময় তাঁদের সঙ্গে যোগ দেন পরিচালক মোহিত সুরি। এরপর ছবির টিম ও অতিথিদের সঙ্গে একাধিক পোজ দেন তাঁরা। পার্টিতে ছিল ‘অ্যানিমাল’ ছবির ‘আর্জন বৈল্লি’ গানে জমিয়ে নাচের আসর। মোহিত সুরির ‘সইয়ারা’ ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা।
অহন ও অনীতের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন আলম খান, সিদ মাক্কার, শান গ্রোভার, রাজেশ কুমার ও বরুণ বদোলা।
সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক মোহিত সুরি জানিয়েছেন একটি দৃশ্যের কথা, যা তাঁকে ছবিটি নিয়ে আত্মবিশ্বাসী করে তুলেছিল। তাঁর কথায়, “আমরা পিয়ানো সিন শুট করছিলাম, যেখানে নায়িকা কিছু একটা বলছে আর নায়ক শুধু কপালে চুমু খেয়ে চলে যাচ্ছে… তখনই আমি ক্রিয়েটিভ প্রোডিউসার সুমনাকে বলেছিলাম, ‘আমি খুব ভালো ছবি বানাচ্ছি।’’