প্রয়াত হলেন অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া কিংবদন্তি হকি খেলোয়াড় ভেস পেজ। সম্পর্কে যিনি দেশের টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।
১৯৪৫ সালে গোয়ায় জন্ম ভেস পেজের জন্ম। পেশায় তিনি ছিলেন একজন চিকিৎসক। শুধু তাই নয়। একাধিক খেলার সঙ্গে যুক্ত থাকা এই তারকাকে বলা হয় স্পোর্টস মেডিসিনের পায়োনিয়ার। অন্যদিকে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দলের হয়ে ব্রোঞ্জ জেতেন পেজ। তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার।
হকির পাশাপাশি ক্রিকেট, ফুটবল এবং রাগবিতেও হাত পাকিয়েছিলেন ভেস পেজ। এমনকি টানা ৬ বছর (১৯৯৬-২০০২) তিনি ভারতের রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতিও ছিলেন। এ ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গেও যুক্ত ছিলেন ভেস পেজ। তা ছাড়া অ্যান্টি ডোপিং এডুকেশনে তাঁর রয়েছে এক উল্লেখযোগ্য ভূমিকা।
আবার ভারতের স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন এবং স্পোর্টস মেডিসিনেও ভেস পেজকে মনে করা হয় পথপ্রদর্শক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সেই কিংবদন্তি খেলোয়াড় মর পৃথিবীর মায়া ত্যাগ করলেন বৃহস্পতিবার সকালে। পিতৃহারা হলেন ১৯৯৬ এর অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লিয়েন্ডার পেজ। উল্লেখ্য, দেশের হয়ে খেলার পাশাপাশি ভেস পেজ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দু’দলের হয়েই খেলেছেন।
