তিনি সুপারস্টার, তাঁর মতো তারকাদের সংলাপ ও কথাতেই আবেগতাড়িত হন দেশ বিদেশের লক্ষ লক্ষ অনুরাগী ও সাধারণ মানুষ। এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতবাসীর উদ্দেশে দেশপ্রেমের বার্তা দিলেন অভিনেতা অক্ষয় কুমার।
অক্ষয় কুমার তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টে ইন্ডিয়া গেটের ছবি শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে’।
৭৯তম ভারতীয় স্বাধীনতা দিবসে তিনি বলেছেন, “এই সেই স্বাধীনতা যা আমাদের সংজ্ঞায়িত করে।” অর্থাৎ স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি, একটি গর্ব, যা আমাদের একতাবদ্ধ করে। একই সঙ্গে স্বাধীনতা দিবসের শুভকামনাও জানিয়েছেন তিনি।
দেশাত্ববোধক নানা ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার।২০১৪ সালে হলিডে ছবিতে তিনি অভিনয় করেছিলেন একজন আর্মি অফিসারের চরিত্রে।এরপর ‘বেবি’ থেকে ‘নাম শাবানা’ হয়ে ২০১৬ সালে ‘রুস্তম’ সবেতেই দেশপ্রেমের কথা বলা নানা চরিত্রে দেখা গেছে তাঁকে।
‘রুস্তম’ তাঁকে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। ইন্ডিয়ান এয়ার ফোর্সের এক মিশনকে তুলে ধরা ‘স্কাই ফোর্স’ ছবিতেও বিশেষ ভূমিকায় দেখা গেছে এই ‘খিলাড়ি’ স্টারকে।