একরাশ হতাশা ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। ভারতে সম্ভবত আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে গোয়ায় আসছে রোনাল্ডোর দল আল নাসের। কিন্তু দল এলেও খোদ সি আর সেভেনের না আসার সম্ভাবনাই বেশি। এক সূত্র মারফত এমনটাই জানা গেল এ বার। ফলে, ভারতের মাটিতে ফুটবল দুনিয়ায় অন্যতম কিংবদন্তিকে দেখার আশায় বুক বেঁধেছিলেন যাঁরা, তাঁদের হয়ত বঞ্চিতই থাকতে হবে।
শুক্রবারই প্রকাশিত হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বের সূচি। সেখানে দেখা গিয়েছে এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে রোনাল্ডোর আল নাসের। সেই অনুযায়ী, অ্যাওয়ে ম্যাচটি খেলতে গোয়ায় আসার কথা সৌদি আরবের দলটির। কিন্তু এ বার জানা গেল, অ্যাওয়ে ম্যাচ খেলতে আল নাসের দল গোয়ায় আসবে ঠিকই। কিন্তু দলের সঙ্গে নাও আসতে পারেন পর্তুগিজ মহাতারকা। ক্লাবের সঙ্গে তেমন চুক্তিই রয়েছে তাঁর।
এসিএল টু’য়ের গ্রুপ ডি’তে রয়েছে এফসি গোয়া এবং আল নাসের। এ ছাড়া বাকি দুটি দল যথাক্রমে এফসি ইস্তিকলোল এবং আল জাওরা এসসি। ঘরের মাঠের পাশাপাশি প্রতিপক্ষের মাঠে গিয়ে অ্যাওয়ে ম্যাচও খেলবে প্রতিটি দল। তবে রোনাল্ডো সেই অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। তাঁর সঙ্গে আল নাসেরের এমনটাই চুক্তি হয়েছে যে তাঁকে ক্লাবের হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য করা যাবে না।
ফলে, দেশের মাটিতে রোনাল্ডো-ম্যাজিক দেখার আশা থেকে ভারতীয় ফুটবল অনুরাগীদের বঞ্চিত থাকতে হবে বলেই মনে করা হচ্ছে। এ দিকে শুধু এফসি গোয়া বা আল নাসেরই নয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে থাকছে মোহনবাগানও। গ্রুপ সি’তে রয়েছে তারা। এই গ্রুপের বাকি তিন দল যথাক্রমে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি।