সলমনকে চড় মেরেছিলেন অভিনেতা মহম্মদ জিশান আয়ুব। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন তিনি। ২০১৭ সালে কবির খানের ছবি ‘টিউবলাইট’-এর শুটিংয়ের সময় সলমন খানের সঙ্গে তাঁর প্রথম দৃশ্যটি ছিল জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তখনই প্রথমবার সলমনের সঙ্গে তাঁর দেখা হয়, আর প্রথম শটেই তাঁকে সলমনকে চড় মারতে হয়েছিল।
দৃশ্যটি ছিল মানালিতে, একটি ছোট সেতুর উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে। সেখানেই সলমনের চরিত্রকে চড় মেরে জলে ফেলে দেওয়ার দৃশ্য শ্যুট করা হয়। প্রথমে মাস্টার শট বডি ডাবল দিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু আসল চ্যালেঞ্জ আসে যখন ক্লোজ শটে সরাসরি সলমনকে নিতে হয়।
জিশান বলেন, তিনি চিন্তায় ছিলেন, দূর থেকে মারলে নকল লাগবে, আর কাছ থেকে মারলে সলমনকে কষ্ট দিতে হবে। তখন সলমন নিজেই তাঁকে বলেছিলেন, “আরও কাছে থেকে করো, যেন চুল বাতাসে উড়ে যায়, চিন্তা কোরো না।” সেই মুহূর্তে জিশানের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল এই দৃশ্য হয়তো তাঁর ক্যারিয়ার শেষ করে দিতে পারে।
তবে শটের সময় নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি একদম ঠিকভাবে দৃশ্যটি করেন, আর সলমনের চুল বাতাসে নড়ে ওঠে ঠিক পরিকল্পনা মতো। শট শেষ হওয়ার পর সলমন শান্তভাবে বলেন, “ভালো করেছ।” জিশান জানান, সেই উষ্ণতা ও সমর্থন তাঁর কাছে আজও ভোলার নয়। এমনকি যদি সেদিন ক্যারিয়ার শেষও হয়ে যেত, তাতেও তিনি খুশি থাকতেন।
২০১৭ সালটি জিশানের জন্য বিশেষ ছিল, কারণ সে বছর তিনি একসঙ্গে শাহরুখ খান ও সলমন খানের সঙ্গে দুটি ভিন্ন ছবিতে কাজ করেছিলেন। সম্প্রতি তিনি ‘ক্রিমিনাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’-এ ড. রাজ নাগপাল চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন দর্শকমহলে।