রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে শুক্রবার রাতে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে যুদ্ধ থামানো নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তারপরও ওই বৈঠককে সফল বলে উল্লেখ করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, সম্পর্কের দিক থেকে বৈঠককে ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন ট্রাম্প।
তবে বৈঠক শেষে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর দায় চাপিয়ে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর।
বৈঠক শেষে শুক্রবার রাতে ফক্স নিউজের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেন, আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর দায়িত্ব এখন জেলেনস্কির। চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পুতিন ও জেলেনস্কিকে কথা বলতে হবে। খুব শীঘ্রই সেই বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
গতকালের বৈঠকে কী কারণে যুদ্ধ থামানোর বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, তিনি শুধু চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও চেষ্টা চালিয়ে যাবেন। এরপরেও ট্রাম্প ওই বৈঠককে ১০-এর মধ্যে ১০
নম্বরই দিয়েছেন।
এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, আলাস্কার বৈঠকে আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি। কিছু বিষয়ে আমরা সহমত হয়েছি। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল বৈঠক। পুতিন একজন অত্যন্ত শক্তিশালী এবং কঠিন মনের মানুষ। তিনি আশা করছেন, খুব শীঘ্রই যুদ্ধ বন্ধের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। তবে তার আগে ইউক্রেনকে প্রকৃত বাস্তবতা বুঝতে হবে। যুদ্ধ বন্ধ করতে তাদেরও এগিয়ে আসতে হবে। দেশ ও দেশবাসীকে রক্ষা করতে রাশিয়ার সঙ্গে চুক্তি করার ব্যাপারেও জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন তিনি মনে করছেন শেষ পর্যন্ত জমি ভাগাভাগির মধ্য দিয়েই এই যুদ্ধ শেষ হতে পারে।
