এসএসসি’র ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশে জানিয়েছে, গত ৩ এপ্রিল শীর্ষ আদালত চাকরি বাতিলের রায় ঘোষণার আগে সব পক্ষের বক্তব্য শুনেছে৷ এই বিষয়ে বিস্তারিত শুনানি করার পর ২০১৬ সালের এসএসসি’র পুরো প্যানেল অর্থাৎ শিক্ষক-শিক্ষাকর্মী মিলিয়ে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল৷
আদালতের পর্যবেক্ষণ, স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট- কোনও আদালতেই ২০১৬ সালের পরীক্ষার ওএমআর শিটের আসল বা মিরর ইমেজ কোনওটাই দিতে পারেনি ৷ এটা স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা ৷ সেই জন্যে আদালতের কাছে পুরো নিয়োগ বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না ৷ এই পরিস্থিতিতে শীর্ষ আদালত নতুন করে আবারও এই মামলা তালিকাভুক্ত করার ও শুনানির প্রয়োজন আছে বলে মনে করছে না ৷ সেই জন্যে রাজ্যের আবেদন খারিজ করা হল ৷
বিচারপতিরা স্পষ্ট করে বলেন, “পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মামলার জবাবে নিজেদের ভুল কার্যত স্বীকার করে নেওয়া, সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিৎ বাগ কমিটির রিপোর্টে উল্লেখিত অসংখ্য অনিয়ম, সব মিলিয়ে নিয়োগের স্বচ্ছতা প্রশ্নের মুখে ৷ মূল ওএমআর শিট বা তার প্রতিলিপি না রেখে স্কুল সার্ভিস কমিশন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, যা পুরো নিয়োগ প্রক্রিয়া ব্যবস্থাকে কলুষিত করেছে ৷
আদালতের পর্যবেক্ষণ, দুর্নীতিগ্রস্ত এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার মানে পুরো নিয়োগ ব্যবস্থার পবিত্রতাকেই প্রশ্নের মুখে ফেলা ৷ তাই রিভিউ পিটিশনের মাধ্যমে মামলাটির ফের শুনানির দাবি মেনে নেওয়া যায় না ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতের কড়া মন্তব্যও বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷
