দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার অভিযোগ সামনে এসেছে। বুধবার দিল্লির সিভিল লাইনে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত জনশুনানি কর্মসূচির সময় এই হামলা হয় বলে দাবি করেছে দিল্লি বিজেপি।
ঘটনার সময় হামলাকারী, অভিযোগকারী সেজে জনশুনানি তে হাজির হয়েছিল এবং পরে মুখ্যমন্ত্রীর উপর আচমকা হামলা চালানো হয় বলে অভিযোগ। তবে সূত্রের খবর, রেখা গুপ্তার কোনও আঘাত লাগেনি এবং তিনি নিরাপদে রয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “সিভিল লাইনে মুখ্যমন্ত্রীর বাসভবনে জনশুনানি কর্মসূচির সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার আমরা তীব্র প্রতিবাদ করছি। পুলিশ তদন্ত করে ঘটনার সব তথ্য প্রকাশ করবে।”
দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব এই ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে আখ্যা দেন। একইসঙ্গে দিল্লির প্রশাসনকেও কটাক্ষ করেন। তিনি বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন মুখ্যমন্ত্রী যখন নিরাপদ নন, তখন সাধারণ নারী কিভাবে সুরক্ষিত থাকবে? এই ঘটনায় স্পষ্ট নারীদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ব্যর্থতা।”
দিল্লির রাজনীতিতে এই ঘটনার পর চাপানউতোর শুরু হয়েছে। পুলিশের তদন্ত রিপোর্ট সামনে এলে পুরো ঘটনা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
