দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্ট থেকে এই তথ্য মিলেছে।
সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি। ধনী মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র এই দুই মুখ্যমন্ত্রী কয়েকশো কোটি টাকার মালিক।
সর্বশেষ বিধানসভা নির্বাচনে নেতা-নেত্রীরা তাঁদের সম্পত্তির যে পরিমাণ উল্লেখ করেছিলেন তার উপর নির্ভর করেই এই তালিকা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর কম সম্পত্তির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন জন্ম ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ৫৫ লক্ষ টাকা। কম সম্পত্তির নিরিখে তৃতীয় স্থানে থাকা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার কিছু বেশি।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনয়ন পেশের সময় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছিলেন। সেই হলফনামা থেকে জানা গিয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রীর হাতে নগদ ছিল ৬৯ হাজার ২৫৫ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ১৩.৫ লক্ষ টাকা। যার মধ্যে নির্বাচনী খরচের জন্য পৃথক একটি অ্যাকাউন্টে ছিল দেড় লক্ষ টাকা। ২০২১ এর ৫ বছর আগে অর্থাৎ ২০১৬ বিধানসভা নির্বাচনের সময় অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ছিল ৩০.৪ লক্ষ টাকা।
এডিআর-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মিলিত সম্পদের পরিমাণ ১৬৩০ কোটি টাকা।
