বিহারে বিধানসভা ভোটের আগে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দারভাঙায় কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপি রাহুল গান্ধীর কাছে সরাসরি ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে।
ভিডিয়োতে দেখা গেছে, কংগ্রেস কর্মীরা মঞ্চ থেকে মোদিকে কটূক্তি করছে। মঞ্চে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও তেজস্বী যাদবের পোস্টার ছিল, তবে তাঁরা উপস্থিত ছিলেন না। কর্মীদের স্লোগানে স্থানীয় কংগ্রেস নেতা নওশাদের নাম শোনা যায়, যিনি এ বছরের নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশী।
যদিও নওশাদ দাবি করেছেন, তিনি ঘটনার ১৫–২০ মিনিট আগে রাহুল গান্ধীর সঙ্গে মুজফফরপুরের সমাবেশে চলে গিয়েছিলেন। এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দু’বার দিল্লি থেকে ভোটে লড়েছি, ২০ বছর ধরে দলের কর্মী। আমরা এমন কাজ করতেই পারি না। তবুও যেহেতু অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, আমি ক্ষমা চাইছি।”
কংগ্রেসও ঘটনার দায় এড়িয়ে গিয়ে জানিয়েছে, দল এ ধরনের ভাষা সমর্থন করে না। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, “দল এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না এবং আমরা নিন্দা জানাই।”
কংগ্রেস যতই ক্ষমা চাক, তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। তারা বলেছে, প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ব্যবহৃত ভাষা “একেবারেই গ্রহণযোগ্য নয়” এবং রাহুল গান্ধীকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
