দেশের চার প্রান্তের চারটি পবিত্র তীর্থক্ষেত্র “চারধাম” দর্শনে যেতে ইচ্ছুক ভক্ত ও পর্যটকদের জন্য সুখবর। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) “চারধাম যাত্রা” ভ্রমণ প্যাকেজের সময় ও সফরসূচী ঘোষণা করল। এই সফরে যাওয়া যাবে উত্তর ভারতের বদ্রীনাথ, পূর্ব ভারতের পুরী, দক্ষিণ ভারতের রামেশ্বরম এবং পশ্চিম ভারতের দ্বারকা।
যাত্রা শুরু কবে ?
১৭ দিনের এই সফর শুরু হবে ৫ সেপ্টেম্বর দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে। ভ্রমণকারীরা ৮,১৫৭ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবেন। শেষ দিনে পুনরায় পৌঁছে দেওয়া হবে দিল্লিতে।
এই ভ্রমণের জন্য ব্যবহৃত হবে ‘ভারত গৌরব’ ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন। উদ্যোগটি সরকারের ‘দেখো আপনা দেশ’ এবং ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির সঙ্গে যুক্ত।
ভ্রমণ খরচ কত ?
৩এসি : ১,২৬,৯৮০/-
২এসি : ১,৪৮,৮৮৫/-
১এসি কেবিন : ১,৭৭,৬৪০/-
১এসি কুপ : ১,৯২,০২৫/-
এই মূল্যের মধ্যে ধরা থাকবে ট্রেন যাত্রা, এসি হোটেল, সারাদিনের খাবার (নিরামিষ), দর্শনের জন্য এসি যানবাহন, ভ্রমণ বিমা ও বিশেষ ট্যুর ম্যানেজারের পরিষেবা। টিকিট বুকিং হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে।
বোর্ডিং পয়েন্ট: দিল্লি সফদরজং, গাজিয়াবাদ, মীরাট সিটি ও মুজফ্ফরনগর স্টেশন।
কোথায় বুক করবেন ?
টিকিট বুক করা যাবে IRCTC–এর অফিসিয়াল ওয়েবসাইটে: www.irctctourism.com/bharatgaurav
যাত্রাপথের মূল আকর্ষণ
উত্তরাখণ্ড: ঋষিকেশ, বদ্রীনাথ মন্দির, মানা গ্রাম, নরসিংহ মন্দির, রামঝুলা, ত্রিবেণী ঘাট
উত্তরপ্রদেশ: কাশী বিশ্বনাথ মন্দির ও করিডর
ওড়িশা: জগন্নাথ মন্দির, কোনারক সূর্য মন্দির, চন্দ্রভাগা ও পুরী সমুদ্রসৈকত
তামিলনাড়ু: রামনাথস্বামী মন্দির, ধনুশকোটি
মহারাষ্ট্র (পুনে ও নাসিক): ভীমাশঙ্কর মন্দির, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ
গুজরাট: দ্বারকাধীশ মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, বেট দ্বারকা
চারধামের মাহাত্ম্য
চারধাম দর্শনকে হিন্দু ধর্মে মুক্তির পথ হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, এখানে দর্শন করলে পাপক্ষয় হয় এবং আত্মা পবিত্র হয়।
বদ্রীনাথ (উত্তর, সত্যযুগ): বিষ্ণু মন্দির : নর-নারায়ণের তপস্থল।
রামেশ্বরম (দক্ষিণ, ত্রেতাযুগ): শিবের জ্যোতির্লিঙ্গ : স্বয়ং রামচন্দ্র পূজিত।
দ্বারকা (পশ্চিম, দ্বাপরযুগ): শ্রীকৃষ্ণের রাজ্য : দ্বারকাধীশ মন্দির।
পুরী (পূর্ব, কলিযুগ): জগন্নাথ মন্দির : মহাপ্রসাদ ভোগ বিশেষ আকর্ষণ।
এই সফরকে শুধু ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের মহাযাত্রা বলেই মনে করছে পর্যটন মহল।

