হেরেও মহিলাদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ৪-৩ ব্যবধানে পড়শি বাংলাদেশের কাছে হারতে হল ভারতীয় নারী বাহিনীকে। যদিও ট্রফি নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ডাবল লেগ পদ্ধতির শেষ ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচে হার যেন কিছুটা হলেও ফিকে করে দিচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দকে।
এর আগে প্রথম রাউন্ডে বাংলাদেশকে ২-০ হারিয়েছিল ভারত। এর পর রবিবার একেবারে শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিল পুব পারের কিশোরীরা। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের ঠিক আগে সমতা ফেরায় ভারত। এরপর ইনজুরি সময়ের একেবারে শেষ মিনিটে ভারতীয় গোলরক্ষকের ভুলে নিশ্চিত হয় বাংলাদেশের জয়। এ সময় বাংলাদেশের সুরভি আকন্দ প্রীতির শট ভারতীয় গোলরক্ষক মুন্নি প্রতিহত করলেও ফিরতি বল ডিফেন্ডার দিব্যানি লিন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
এই হার সত্ত্বেও ৬ ম্যাচের ৫ টিতেই জয়ের সুবাদে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হল ভারত। অন্যদিকে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে এ দিনের বিজয়ী দল বাংলাদেশ। উল্লেখ্য, এ দিন প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের মাত্র ২৯ সেকেন্ডেই এগিয়ে গিয়েছিল তারা। এর পর ৯ মিনিটে অনুষ্কা কুমারীর গোলে সমতা ফেরায় ভারত।
অনুষ্কা ছাড়া এ দিন ভারতের হয়ে বাকি দুটি গোল যথাক্রমে ৬৫ এবং ৮৯ মিনিটে করেছেন প্রীতিকা বর্মণী এবং ঝুলন নংমাইথেম। তাঁদের অদম্য চেষ্টায় শেষ মুহূর্ত পর্যন্ত চলছে তুল্যমূল্য লড়াই। এই সময়ে মনে করা হচ্ছিল, ম্যাচ হয়ত ড্রয়ের দিকেই এগোচ্ছে। কিন্তু শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে নাটকীয় খেসারত দিতে হল ভারতের মেয়েদের। ফলে চ্যাম্পিয়ন হয়েও কার্যত যেন কাঁটার মতোই বিঁধছে ট্রফি।
SAFF U-17 Women’s Championship, India Vs Bangladesh, Own Goal
