দীর্ঘ টালাবাহানার পর শনিবার রাতে ১৮০৪ জন অযোগ্য বা ‘দাগি’ শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় একের পর এক শাসক দলের নেতা নেত্রী বা তাঁদের একাধিক ঘনিষ্ঠের নাম। স্বাভাবিকভাবেই অস্বস্তি ক্রমশ বাড়ছে তৃণমূলের। আর সেই অস্বস্তি আরও বাড়িয়ে এবার তালিকায় নাম পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের এক অঞ্চল সভাপতির।
সূত্রের খবর, তৃণমূলের অঞ্চল সভাপতির নাম দাগি-অযোগ্য শিক্ষকদের তালিকায়। পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভার অন্তর্গত (পিংলা ব্লক) জলচক ১০ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি অজয় মাজি। তিনি সবং-এর মোহাড় ব্রহ্মময়ী হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। সেই সঙ্গে অঞ্চল তৃণমূলের সভাপতি হিসেবেও এলাকায় দাপটের সঙ্গে রাজনীতি করতেন। অজয় মাজির সিরিয়াল নং ৩৯। যদিও গতকাল প্রকাশিত নাম থাকার পরে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এড়িয়ে যান।
