ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করায় এবার বিপাকে পড়ল বাকু? আর এই বিপাকে ফেলার জন্য অভিযুক্ত করা হয়েছে ভারতকেই। দিল্লি এ ব্যাপারে কিছু না বললেও আজারবাইজানের অভিযোগ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ভারত প্রতিশোধ নিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। তারা দাবি করেছে, ভারত তাদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর পূর্ণ সদস্য হওয়ার চেষ্টা আটকে দিয়েছে। আজারবাইজানের সংবাদমাধ্যমের অভিযোগ, নয়াদিল্লি ‘বহুপাক্ষিক কূটনীতির নীতি’ ভঙ্গ করেছে।
পাহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর সময় আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করে। এক বিবৃতিতে তারা বলেছিল, “আজারবাইজান প্রজাতন্ত্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ায় উদ্বেগ প্রকাশ করছে।”
শুধু পাকিস্তানকে সমর্থনই নয়, সাম্প্রতিক বছরগুলোতে বাকু ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এমন কী চিনের তিয়ানজিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের আচরণ সত্ত্বেও বাকু ইসলামাবাদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্কে অগ্রাধিকার দেবে।তিনি দাবি করেন, চলতি বছরের শুরুতে সংঘর্ষে পাকিস্তান ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে।
যদিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এর পূর্ণ সদস্য হওয়া নিয়ে আজারবাইজানের অভিযোগ ঘিরে দিল্লি কোনও মন্তব্য করেনি।
Leave a comment
Leave a comment