বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়
টালমাটাল পরিস্থিতিতে একে তো মাথার ওপর ঝুলছে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ এবং ফিফা ও এএফসির নির্বাসনের হুমকি। সেই সঙ্গে আইএসএল নিয়েও জট কাটেনি পুরোপুরি। সব মিলিয়ে যাকে বলে, লজ্জার পর লজ্জা! আর এরই মাঝে নতুন এক বিতর্কের জন্ম দিয়ে গেল কাফা নেশনস কাপের ম্যাচে অধিনায়ক সন্দেশ ঝিঙ্ঘানের চোট। ইরানের বিরুদ্ধে চোয়ালে চোট পাওয়া ঝিঙ্ঘানের চিকিৎসার খরচ কে বহন করবে তা নিয়েই দেখা দিয়েছে এক অদ্ভুত জটিলতা। যা চাইলেই ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারবে কি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন এআইএফএফ?
সোমবার তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে হেরে ফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে ভারতের। আবার একই সঙ্গে ম্যাচ চলাকালীন চোয়ালে চোট পেয়ে কাফা নেশনস কাপ থেকে ছিটকে গিয়েছেন ৩০ বছর বয়সী সন্দেশ ঝিঙ্ঘানও। প্রতিযোগিতায় এখনও বাকি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি। তার আগেই দেশে ফিরে আসছেন ঝিঙ্ঘান। এরই মাঝে বুধবার হঠাৎ শোনা যায়, কাফা নেশনস কাপ যেহেতু ফিফার উইন্ডোভুক্ত প্রতিযোগিতা নয়, তাই অধিনায়কের চিকিৎসার খরচ জোগাতে অস্বীকার করেছে ফেডারেশন।
স্ক্যান রিপোর্টে জানা গিয়েছে, চোয়াল ভেঙে গিয়েছে সন্দেশের। পুরোপুরি সেরে উঠতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। এই পরিস্থিতিতে প্রথমে শোনা গিয়েছিল, ভারতীয় অধিনায়কের চিকিৎসার খরচ বহন করতে আপত্তি জানিয়েছে আইএসএলে তাঁর ক্লাব এফসি গোয়াও। তবে পরে আবার শোনা যায়, খরচ বহন করতে রাজি হয়েছে গোয়ার দলটি। দলের তরফে সিইও নিশ্চিত করেন বিষয়টি। এতেই কি নড়েচড়ে বসেছেন কল্যাণ চৌবেরা? কারণ, শেষ পর্যন্ত পাওয়া সূত্রের খবর অনুযায়ী, প্রথমে রাজি না হলেও এখন সন্দেশের চিকিৎসার ভার নিতে রাজি হয়েছে এআইএফএফ।
সব মিলিয়ে গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। যদিও ফেডারেশন শেষ পর্যন্ত চিকিৎসার খরচ দিলেও যাবতীয় বিতর্কের অবসান কিন্তু তাতেই হচ্ছে না। বরং সন্দেশের ঘটনায় এক নয়া মাত্রা যোগ হয়েছে ভারতীয় ফুটবলের চিরাচরিত দেশ বনাম ক্লাব বিতর্কে। চোটের আশঙ্কা থেকেই কাফা নেশনস কাপের জন্য কোনও ভারতীয় ফুটবলারকেই ছাড়েনি মোহনবাগান সুপার জায়েন্ট। তারা যে ভুল ছিল না তা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না ঝিঙ্ঘানের চোট, আর তার পরিপ্রেক্ষিতে ফেডারেশনের দায় ঝেড়ে ফেলার চেষ্টা নিয়ে তৈরি হওয়া গুজব?
একটা সময় শোনা যাচ্ছিল, নিজের চিকিৎসার খরচ ভারতীয় ডিফেন্ডারকেই বহন করতে হবে। খবরটি সত্যি হোক বা না হোক, বিষয়টা কতটা যুক্তিযুক্ত? কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোর অন্তর্ভুক্ত প্রতিযোগিতা না হলেও দেশকে প্রতিনিধিত্ব করতেই নেমেছিলেন সন্দেশ। তাঁর চোটের দায় সত্যিই কি ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারে ভারতের ফুটবল ফেডারেশন? শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই সামনে আসুক না কেন, সন্দেশের চোট আসলে আরও একবার প্রকট করে দিল ভারতীয় ফুটবলের কঙ্কালসার চেহারাটা। ভারতীয় ফুটবলের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিল কার্যত।
