২০১২ সালে বলিউডের জনপ্রিয় ছবি বরফি দিয়ে হিন্দি ছবিতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এর আগে তিনি তামিল এবং তেলুগু ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ ছিলেন। বরফি ছবিতে তাঁর সহঅভিনেতা ছিলেন রণবীর কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর তিনি “বাদশাহ”, “হ্যাপি এন্ডিং”, “ফাটা পোস্টার নিকলা হিরো” সহ আরও বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন।
তবে বর্তমানে ইলিয়ানা অভিনয় থেকে বিরতি নিয়েছেন এবং মাতৃত্বের আনন্দে ডুবে আছেন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ২০২৪ সালে “দো অউর দো পেয়ার”। এরপর থেকেই তাঁর কামব্যাক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে নেহা ধুপিয়ার আয়োজিত “ফ্রিডম টু ফিড” লাইভ সেশনে মুখ খুললেন তিনি।
ইলিয়ানা জানিয়েছেন, আপাতত অভিনয়ে ফেরার কোনও পরিকল্পনা করছেন না। বর্তমানে তাঁর সমস্ত মনোযোগ পরিবার এবং মাতৃত্বের দিকে। অভিনেত্রীর স্বামী মাইকেল ডোলান। তাঁদের সংসারে দুই সন্তান, প্রথম ছেলে কোয়া ফিনিক্স ডোলান জন্মেছে ২০২৩ সালের ১ আগস্ট, আর দ্বিতীয় ছেলে কিয়ানু রাফে ডোলান জন্ম নেয় ২০২৫ সালের ১৯ জুন। বর্তমানে এই দম্পতি টেক্সাসের হিউস্টনে থাকেন।
লাইভ সেশনে ইলিয়ানা বলেন, “আমি জানি না মানুষ আমাকে কতটা মিস করে। আমি জানি এই দুনিয়া কতটা বদলায়। আমি আমার কাজ ভীষণ ভালোবাসি, সেটে কাজ করতে, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে এবং দারুণ সব মানুষের সঙ্গে কাজ করাটা খুব মিস করি। আমি ফিরতে চাই, তবে এখন আমার ছেলেদের বড় করার দায়িত্বই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবটা নিজেই করছি, কাউকে সাহায্যের জন্য যুক্ত করিনি। তাই আপাতত ছেলেদের পাশে থাকতে হবে। তবে হয়তো শীঘ্রই ফিরব, তবে জানি না কতটা শীঘ্র।”
অভিনেত্রী আরও জানান, মা হওয়ার পর তাঁর জীবনে যেমন আনন্দ এসেছে, তেমনই নানা আবেগের মুহূর্তও এসেছে। মাঝে মাঝে তিনি নিজেকে প্রশ্ন করেছেন, তিনি যথেষ্ট ভালো মা হচ্ছেন কিনা।
ইলিয়ানা বলেন,”অনেক সময় ভেঙে পড়েছি, কেঁদেছি, ভেবেছি আমি সঠিকভাবে সব করতে পারছি তো? তবে ধীরে ধীরে বুঝেছি, এই অনুভূতিগুলো স্বাভাবিক। এগুলোও পুরো প্রক্রিয়ারই অংশ।”
ইলিয়ানা ডি’ক্রুজ এখন পুরোপুরি মাতৃত্বে ব্যস্ত। তবে তিনি নিজেই জানিয়েছেন, সিনেমার প্রতি তাঁর টান এখনও অটুট, আর তাই খুব শিগগিরই বড়পর্দায় তাঁর কামব্যাক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভক্তরাও অপেক্ষায়।