ঝাড়গ্রাম শহরে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর জয়দীপ চট্টোপাধ্যায় ভোর রাতে বাড়িতে প্রথমে মা ও বাবাকে গুলি করে খুন করেন, তারপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে খবর। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ঝাড়গ্রাম শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন জয়দীপ চট্টোপাধ্যায়। সেই বাড়িতেই এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মা–বাবা পড়ে রয়েছেন। জয়দীপ চট্টোপাধ্যায়কেও মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এসআই জয়দীপ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে রেফার করা হয়।
তবে তাঁর মা শম্পা চট্টোপাধ্যায় ও বাবা দেবব্রত চট্টোপাধ্যায়কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাবা–মাকে নিয়ে দীর্ঘদিন মানসিক অশান্তিতে ভুগছিলেন জয়দীপ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, জয়দীপ চট্টোপাধ্যায়ের আসল বাড়ি আসানসোলের দুমহিনি গ্রামের বামুনপাড়া এলাকায়। তিনি ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।