একে একে নিভিছে দেউটি, মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে অন্য দেশের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে দুটি ফেডারেল আদালতের রায়। এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) ১৯৭৭-এর আওতায় শুল্ক আরোপের ক্ষমতা অতিক্রম করেছেন, তবে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক ফেরত দিতে হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট।
রবিবার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন স্কট বেসেন্ট। তিনি জানান, “আমাদের হয়ত শুল্ক আয়ের প্রায় অর্ধেক ফেরত দিতে হবে, যা ট্রেজারির জন্য ভয়ানক হবে।” তবে তিনি এটাও স্বীকার করেন যে আদালত যদি বলে তবেই তা ফেরত দিতে হবে। যদিও তাঁর আশা, ট্রাম্প প্রশাসনই শেষ পর্যন্ত জয় পাবে।
যদিও আগে দুটি ফেডারেল কোর্টই জানিয়েছিল, ট্রাম্পের অন্য দেশের উপর ‘পারস্পরিক শুল্ক’ চাপানোর ক্ষমতা নেই। ২৯ আগস্ট মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালত রায় দেয়, ট্রাম্প প্রায় সব দেশের ওপর শুল্ক বসিয়ে আইন অতিক্রম করেছেন। তবে আদালত আপিলের সুযোগ দিতে ১৪ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত রাখে। ট্রাম্প ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুনানির আবেদন করেছেন।
তথ্য বলছে, গত আগস্ট থেকে নতুন শুল্ক চাপিয়ে মার্কিন শুল্ক কর্তৃপক্ষ প্রায় ৭০ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বেসেন্ট সতর্ক করেছেন, মামলা যদি ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তবে ফেরতের অঙ্ক ৭৫০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলারের মধ্যে পৌঁছতে পারে, যা মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কাই দেবে।