সম্প্রতি ভেনিসে চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলে দিয়েছেন বাংলার মেয়ে অনুপর্ণা রায়। অনুপর্ণার ছবি ‘দ্য সং অফ ফরগটন ট্রিজ ‘ ভেনিস চলচ্চিত্র উৎসবে শুধুমাত্র নজর কাড়েনি, ছিনিয়ে নিয়েছে পুরস্কার। রাতারাতি লাইমলাইটে এসে গিয়েছেন কুলটির এই কন্যা। কথায় আছে সব ভালো যার শেষ ভালো কিন্তু পুরস্কারের পরে ভালোটা হল কোথায়?
অনুপর্ণা তাঁর বক্তব্যে শিশুদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ।তার বক্তব্য ছিল বিশ্বের সমস্ত শিশুর শিক্ষা, স্বাধীনতা, খাদ্য ও সঠিকভাবে বাঁচার অধিকার চাই। প্যালেস্টাইন এর ব্যতিক্রম নয়। তবে অনেকের মতে, তিনি এটা কোনও দেশকে কটাক্ষ করে বলেননি, বিশ্বের সবারই উচিত অন্তত মানবিকতার খাতিরে শিশুরা যাতে সুস্থ শৈশব পায় সেদিকে নজর দেওয়া।
আর এই বক্তব্যতেই হয়েছে যত সমস্যা। প্যালেস্টাইনের নাম উচ্চারণ করায় অনেকেই নানা কথা বলতে শুরু করেছেন। অথচ তার বক্তব্য একটু স্পষ্ট করে দেখলে বোঝা যাবে তিনি কোনও দেশকে ঠুকে কথা বলেননি। আর এর ফলেই এই ভুল বোঝাবুঝি থেকেই অনুপর্ণার দিকে ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক মন্তব্য , এমনকি নানা জায়গা থেকে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে ।
কুলটিতে তাঁর ৫৭ বছরের মা ও ৬৩ বছরের বাবা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন এই বুঝি খবর আসে মেয়ের কিছু হয়ে গেল কিনা। তার বাবা তো অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, মেয়ের বক্তব্য একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন ও সার্বজনীন শিশুদের কল্যাণের জন্যই বলেছে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ওর উদ্দেশ্য নয়। আমরা অনেক চেষ্টা করেছিলাম ওর সঙ্গে যোগাযোগ করতে কিন্তু ও তো মুম্বইতে প্রচন্ড ব্যস্ত। তার মধ্যেও জানাল ও ঠিক আছে।
নপাড়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে অনুপর্ণা ভর্তি হয়েছিলেন কুলটি কলেজে ইংলিশে অনার্স নিয়ে আর তারপরেই মাস কমিউনিকেশন করতে সোজা দিল্লি সেখান থেকে কাজের জন্য মুম্বই। মুম্বইতে গিয়ে নানারকম কাজ করেছেন শিল্পকলা থেকে শুরু করে আইটি ফার্মের সেলসের কাজ কি না করেছেন তিনি । পেয়িং গেস্ট থেকে সঞ্চয় করেছেন আর সেই টাকা দিয়ে তৈরি করেছেন নিজের স্বপ্নের ইমারত –চলচ্চিত্র আর সেখানে যদি আজ তার বক্তব্যে রাজনৈতিক রং লাগানো হয় সেটা কি মানা যায়?
অনুপর্ণার মা মনীষা রায় জানালেন, আমার মেয়ে তো কোনও জাতির বিরুদ্ধে কথা বলেনি এমনকী কোনও রাজনৈতিক ভাষা ব্যবহার করেনি তাহলে ওর সম্পর্কে এরকম বলা হচ্ছে কেন ? আমরা প্রবল ভয়, বিরক্তি ও অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছি।
তবে অনুপর্ণা এখানেই থেমে থাকতে চান না তিনি চান আরও এগিয়ে যেতে, স্বপ্নকে বাস্তব করতে । তাই কে কী বললেন তাতে তাঁর কিছুই আসে যায় না। আপাতত মুম্বইতে পরের প্রজেক্ট -এর জন্য কাজ করছেন তিনি। তবে যেভাবে তাঁকে মন্তব্য করে কোণঠাসা করা হয়েছে তাতে তাঁর বক্তব্য কী সেটা নিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
