এশিয়া কাপ শুরুর আগে দলকে বিড়ম্বনায় ফেললেন সহ অধিনায়ক শুভমন গিল। বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। তার আগে মঙ্গলবার আইসিসি অ্যাকাডেমিতে ছিল ঐচ্ছিক অনুশীলন। সেখানে এক অনামী, স্থানীয় বোলারের বলে ক্লিন বোল্ড গিল। যা আয়োজকদের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে নামার আগে কিছুটা হলেও চিন্তায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবারের ঐচ্ছিক অনুশীলনে ব্যাট হাতে মোটের ওপর ভালো ছন্দেই ছিলেন শুভমন। বেশ কিছু মনোরঞ্জক শট খেলতে দেখা যায় তাঁকে। স্বকীয় ভঙ্গিতে চিত্তাকর্ষক কভার ড্রাইভও খেলেছেন তিনি। তবে এর পরই এক স্থানীয় জোরে বোলারের বলে অফস্টাম্প উড়ে যায় গিলের। বলটির কার্যত কোনও কূলকিনারাই পাননি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। যাঁর প্রথম একাদশে থাকা নিশ্চিত। তবে ওপেন করবেন, না তিন নম্বরে খেলবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন।
তবে অনামী বোলারের বলে গিল দৃষ্টিকটুভাবে বোল্ড হলেও এদিনের ঐচ্ছিক অনুশীলনে কার্যত ধ্বংসলীলা চালান মেন ইন ব্লু-র মারকুটে ওপেনার অভিষেক শর্মা। এদিন স্পটলাইট পুরোপুরি ছিল তাঁর ওপরেই। প্রায় এক ঘন্টা ব্যাটিং করেছেন তিনি। এই সময় ছক্কা হাঁকিয়েছেন কমপক্ষে ২৫ থেকে ৩০ টি। যার ফলে এই বাঁহাতি ব্যাটারের দিক থেকে চোখ সরানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল মাঠে প্র্যাকটিস দেখতে আসা দর্শকদের জন্য।
ঐচ্ছিক অনুশীলন হওয়ায় এদিন বিরতি নিয়েছিলেন জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন এবং হর্ষিত রানা। যদিও আরেক পেসার অর্শদীপ সিংকে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু’র তত্ত্বাবধানে অংশ নিতে দেখা যায় ফিটনেস ড্রিলে। অন্যদিকে পুরোদমে অনুশীলন করেছেন দলের দ্বিতীয় উইকেটরক্ষক জিতেশ শর্মাও। ফিল্ডিং কোচ টি দিলীপের নজরদারিতে ‘নো লুক’ ক্যাচিংয়ে মনোনিবেশ করেন তিনি।
