চলতি বছরের জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’ সিনেমাটি। ছবিটি বক্স অফিসে শুধু হিট-ই হয়নি, সেই সঙ্গে ভেঙে ফেলছে বেশ কিছু রেকর্ডও। ছবির কাহিনি এবং প্রধান অভিনেতাদের রসায়নের প্রশংসায় এখনও পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। এদিকে শুধু অভিনেতা-অভিনেত্রীরাই নন, ছবিটিতে পরোক্ষভাবে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর কথাই তুলে ধরেছেন ছবির নায়ক অহন পান্ডে।
‘সাইয়ারা’ ছবিটির একটি দৃশ্য নজর কেড়েছে সকলেরই। ছবিতে নায়ক অহন পান্ডে অভিনীত চরিত্রটির নাম ছিল, কৃশ। নায়িকা অনীত পাড্ডার চরিত্রের নাম ছিল, বাণী। একটি দৃশ্যে বাণীকে বিরাট কোহলির সিগনেচার শটের অনুকরণ করতে দেখা গিয়েছে। দৃশ্যটিতে দেখানো হয়েছে, বাবার সঙ্গে তর্কের পর মুষড়ে পড়েছিল কৃশ। সেই সময় তাকে চাঙ্গা করতে কিং কোহলির সিগনেচার শটের অনুকরণ করে বাণী।
সেই দৃশ্যের চিত্রায়ণ কীভাবে হয়েছিল, সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে কথাই তুলে ধরেছেন অহন। তাঁর কথায়, “চরিত্রটির জন্য আমাকে আগে থেকেই কিছু বিষয়ের উপর নজর রাখতে হয়েছিল। অডিশনের সময় আমরা সব সময় দৃশ্যগুলি তৈরি করতাম। তাই যখনই আমি সেটে থাকতাম, তখনই সব কিছু কার্যত ছেড়ে দিতাম স্যারের হাতে। এমনকী নিজের উপরেও কোনও নিয়ন্ত্রণ আমার ছিল না। স্যারের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলাম আমি।”
এতেই শেষ নয়। তিনি আরও বলেন, “আমি কোনও পরিকল্পনা করিনি। আমরা কেবল লাইনগুলি জেনে নিতাম। কারণ, আমরা চেয়েছিলাম অভিনয়টা একেবারে বাস্তবের মতো মনে হোক।” এরই সঙ্গে অহনের সংযোজন, “প্রায় ৮০ শতাংশ লাইন শিখে নিতাম, কারণ আমরা যান্ত্রিক অভিনয় করতে চাইনি। কিছু দিন আমার মনে হয়েছিল আমাকে মহড়া দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হল মোহিত স্যার আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন। এমন সময় ছিল যখন আমরা সম্পূর্ণরূপে ভুল করে ফেলতাম, এবং তিনি তাঁর জাদু দেখিয়েছিলেন। অন্য সময় তিনি কেবল বিশ্বাস করতেন যে এই দুটি বাচ্চাই এটা করতে পারবে।”