দুই নাবালিকা বোনকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে গেল তিন যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংরৌলি জেলায়। দুই বোনকে সংজ্ঞাহীন অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছিল গত ১২ সেপ্টেম্বর রাত ১০.৩০ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ১২.৩০-এর মধ্যে, বারগাওয়ান থানা এলাকায়। ১৬ এবং ১৭ বছর বয়সী ওই দুই বোন তাদের এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে তাদের মাসির বাড়িতে যাচ্ছিল। ওড়গড়ির কাছে একটি জঙ্গলে তিন অভিযুক্ত তাদের পথ আটকায়।
পুলিশের বক্তব্য অনুসারে, প্রথমে অভিযুক্তরা ওই পুরুষ আত্মীয়কে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা দুই নাবালিকা বোনকে টেনে জঙ্গলের গভীরে নিয়ে যায়। সেখানে তাদের ওপর পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় এবং মেয়ে দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় জঙ্গলে ফেলে যায়।
পালিয়ে আসা ওই পুরুষ আত্মীয় সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের খবর দেন। এরপর স্থানীয়রা বারগাওয়ান থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে এবং রাত ১টা নাগাদ সংজ্ঞাহীন অবস্থায় মেয়ে দু’জনকে খুঁজে পায়। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
শনিবার বিকেলে নির্যাতিতাদের জবানবন্দি রেকর্ড করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিনজনকে চিহ্নিত করে এবং শনিবার সন্ধ্যার মধ্যেই তাদের গ্রেফতার করে। সিংরৌলির পুলিশ সুপার মণীশ খত্রী জানিয়েছেন, গ্রেফতার হওয়া তিন অভিযুক্তই স্থানীয় বাসিন্দা এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।