প্রায় দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। ফের ড্রাগ পাচারের অভিযোগে ভেনেজুয়েলার একটা ভেসেল ধ্বংস করে দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান যে মার্কিন সেনা আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা থেকে মাদক বহন করে নিয়ে আসার কারণে একটি ভেসেলে হামলা চালিয়েছে, এতে তিনজনের মৃত্যু হয়েছে।
ট্রাম্প তাঁর ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, “নার্কো টেররিস্টরা আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদক মার্কিন যুক্তরাষ্ট্রের পথে নিয়ে যাওয়ার সময় হামলা হয়। এই মাদক আমেরিকার জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও স্বার্থের ওপর আঘাত হানতে পারে।” নিজের পোস্টের সঙ্গে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিয়ো জুড়ে দিয়েছেন ট্রাম্প। ভিডিয়োতে জলে থাকা একটি ভেসেলে বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ট্রাম্প জানান, তাতে কী ছিল তার প্রমাণ আছে আমাদের হাতে।
এই হামলার প্রায় দুসপ্তাহ আগে ভেনেজুয়েলার এক ড্রাগ নিয়ে যাওয়া স্পিডবোটে মার্কিন সামরিক হামলায় ১১ জন নিহত হয়েছিল। তখন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তাঁর নির্দেশেই এই হামলা চলে। মৃতেরা সকলে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া’র সদস্য। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি ছিল, যে বা যারা আমেরিকায় মাদক ঢোকানোর চেষ্টা করবে তারা সাবধান।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মাদক মোটেই ভাল চোখে দেখছে না ভেনেজুয়েলা। সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই কর্মকাণ্ডকে ‘আগ্রাসন’ বলেই মন্তব্য করেছেন। উত্তেজনার কারণে দু-দেশের সরকারের মধ্যে যোগাযোগও বর্তমানে প্রায় বন্ধ।