যা কিছু তাঁর মতের পক্ষে, তাতেই বাহবা দেওয়াটা ডোনাল্ড ট্রাম্পের চিরকালের অভ্যাস। এবারও তার ব্যতিক্রম হল না। ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্ক জিমি কিমেলের জনপ্রিয় লেট-নাইট টক শো ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। এর পিছনের কারণ হল সদ্য চার্লি কার্ক খুন হওয়ার পর রিপাবলিকানরা সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন জিমি কিমেল। তিনি শোকপ্রকাশের ভঙ্গি নিয়ে ট্রাম্পকেও বিদ্রূপ করেন। আর এর জেরেই বন্ধ হয়ে গিয়েছে কিমেলের জনপ্রিয় লেট-নাইট টক শো।
মত প্রকাশের স্বাধীনতাকে বুড়ো আঙুল দেখিয়ে কিমেলের টক শো বন্ধ করে দেওয়ায় এবিসির সিদ্ধান্তের প্রশংসা করে ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “আমেরিকার জন্য দারুণ খবর, কম রেটিংয়ের জিমি কিমেল শো বাতিল হয়েছে। এবিসিকে অভিনন্দন সাহস দেখানোর জন্য।”
কিন্তু ঠিক কী বলেছিলেন জিমি কিমেল?
জানা যাচ্ছে তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্প তাঁর সহযোগীর খুন নিয়ে এমনভাবে শোক প্রকাশ করছেন যেন তাঁর ‘সোনালি মাছ’ মারা গেছে।রিপাবলিকানরা কার্কের হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তোলেন তিনি।পাশাপাশি তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও আক্রমণ করেন। ভ্যান্স কার্কের হত্যার জন্য বামপন্থীদের দায়ী করলে কিমেল সরাসরি তা অস্বীকার করেন। তাঁর মতে মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী চরম ডানপন্থী গোষ্ঠীগুলিই চরম হিংসার প্রধান উৎস।
Leave a comment
Leave a comment
