মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কে যে কাজ হয়েছে তা জানাতে মাঠে নেমেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ফাঁকে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেন যে ট্রাম্পের ভারতের ওপর চাপানো শুল্ক রাশিয়ার ওপরও বড় প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধে মস্কোর অবস্থান জানতে চেয়েছেন।
গত মাসেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বিশাল ৫০% শুল্ক আরোপ করেন। এর মধ্যে রাশিয়া থেকে ভারত তেল আমদানি করার জন্য ২৫% অতিরিক্ত জরিমানাও ছিল। ওয়াশিংটনের দাবি ছিল এর উদ্দেশ্য ভারতকে রাশিয়া থেকে জ্বালানি কেনায় নিরুৎসাহিত করা কারণ এই অর্থ মস্কোকে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।
যদিও ভারত এই পদক্ষেপকে অন্যায্য বলে সমালোচনা করে। বিদেশ মন্ত্রক জানায়, ভারতের ১৪০ কোটি মানুষের জন্য কম দামে জ্বালানি নিশ্চিত করতে রুশ তেল অত্যন্ত জরুরি, বিশেষত যখন বিশ্বজুড়ে সরবরাহে অনিশ্চয়তা রয়েছে। ভারত প্রশ্ন তোলে ইউরোপীয় ইউনিয়ন ও বহু ন্যাটো সদস্য এখনও রাশিয়ার সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্য করছে, অথচ ভারতের ওপর অতিরিক্ত চাপ তৈরি করা হচ্ছে কেন?
ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি থাকলেও দিল্লি এখনও মস্কো থেকে তেল কেনা থামায়নি। এর মধ্যেই বাণিজ্য সংক্রান্ত বৃহত্তর আলোচনা চালাচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সপ্তাহেই নিউইয়র্কে মার্কিন কর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
এমন পরিস্থিতিতে ন্যাটো মহাসচিব মার্ক রুটের এমন মন্তব্যের বিষয়ে দিল্লি বা মস্কোর পক্ষ থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।