
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছে শনিবার সকালে। একাদশী উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন মন্দিরে। ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের উদ্যোগ থাকলেও একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির জেরে বহু মানুষ মাটিতে পড়ে যান, এবং পদপিষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন ভক্ত, যাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর থেকেই মন্দির চত্বরে অস্বাভাবিক ভিড় জমতে শুরু করে। পূজা চলাকালীন প্রবেশ ও নির্গমনের পথে জটলা তৈরি হয়, তাতেই শুরু হয় বিশৃঙ্খলা। কিছুক্ষণের মধ্যেই হুড়োহুড়ির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজে দ্রুত হাত দেওয়া হয় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্ধ্রপ্রদেশ সরকার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
