
শীতের মরশুম কার্যত শেষের পথে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে নতুন করে কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে এবং আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। ফলে শীতের আমেজ ক্রমশ কমে যাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
কলকাতায় ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার বেড়ে দাঁড়ায় ১৬.১ ডিগ্রিতে। এটি স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের অনুমান, বুধবারের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার নাগাদ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। যদিও মাসের শেষদিকে সামান্য নামানামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি। দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতিও আরও কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গে ভিন্ন ছবি। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে বৃষ্টি কিংবা তুষারপাতও হতে পারে বলে পূর্বাভাস। এর জেরে উত্তরবঙ্গে সাময়িকভাবে ঠান্ডা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনের মূল কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে। পাশাপাশি দক্ষিণ পাঞ্জাবের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাব পূর্ব ভারতের আবহাওয়ায় পড়ছে। সব মিলিয়ে স্পষ্ট, চলতি মরশুমে দক্ষিণবঙ্গে শীতের প্রত্যাবর্তনের আর বিশেষ সম্ভাবনা নেই, বরং ধীরে ধীরে গরমের দিকে এগোচ্ছে রাজ্যের আবহাওয়া।
