মৌনি রায়, ছোটপর্দায় ‘নাগিন’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন তিনি। এছাড়াও বলিউডের বড়পর্দায় তিনি অভিনয় করেছেন ‘গোল্ড’, ‘ব্রম্ভাস্ত্র’ সহ বেশ কয়েকটি সিনেমাতে। পাশাপাশি পেয়েছেন প্রচুর প্রশংসা। সঞ্জয় দত্তের বিপরীতে ‘দ্য ভূতনি’ সিনেমায় এবার দেখা মিলবে মৌনি রায়ের। বড় পর্দায় আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে ‘দ্য ভূতনি’। সিনেমায় মৌনি এক মহিলা ভুতের চরিত্রে অভিনয় করবেন। অবিবাহিত পুরুষদের শিকার করেন তিনি।
বর্তমানে সেই ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন মৌনি রায়। তবে এরই মধ্যে অভিনেত্রীর মুখমন্ডল নিয়ে কটাক্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অভিনেত্রী মৌনি রায়ের শারীরিক গঠন দেখে বাহবা দেন তার অনুরাগীরা। কোনরকম সার্জারি না করেই এত সুন্দর এক শারীরিক গঠন নিজেই তৈরি করেছেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর মুখমন্ডল নিয়ে বারবার প্রশ্ন উঠে সার্জারি করানোর বিষয়ে।
বিগত কয়েক মাস আগে একটি কালো রঙে লেহেঙ্গা পড়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী মৌনি রায়। ফ্যাশন শোয়ে হেঁটেছিলেন তিনি। সব ঠিকঠাক থাকলেও অভিনেত্রী কপালের ভাঁজ দেখে মানুষের মনে তৈরি হয় অনেক প্রশ্ন। গত কয়েক মাসে যতবার অভিনেত্রীকে দেখা গিয়েছে তার কপালে বড় টিকলি। দিদিকে অনেকেই মন্তব্য করেন, প্লাস্টিক সার্জারি করে হেয়ার লাইন নামিয়ে এনেছেন অভিনেত্রী। অভিনেত্রী ঠোঁটের গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কপালের দুদিক ফোলা বা ঠোঁটের আকৃতির এমন পরিবর্তন দেখে সোশ্যাল মিডিয়া ইউজারদের মনে খটকা লেগেছে।
অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে মনে করছেন অনেকেই। কেউ আবার ভাবছেন, প্লাস্টিক সার্জারি একেবারেই ঠিক হয়নি যার কারণে এরকম দেখতে লাগছে।। এতদিনে এইসব মন্তব্যের কোন জবাব না দিলেও এবার কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী মৌনি রায়। সিনেমার প্রচারে এসে এদিন অভিনেত্রী বলেন,”যার যা ইচ্ছে হচ্ছে বলুক। নিজেকে আড়ালে রেখে অন্যকে সমালোচনা করা খুব সহজ, এতে যারা আনন্দ পায়, পাক। আমি তাদের কথায় গুরুত্ব দিই না। এই সমস্ত নেতিবাচক মন্তব্য আমাকে নাড়া দেয় না।”
