আগামী 31 মে রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন তিনি। পরের দিন অর্থাৎ পয়লা জুন একাধিক কর্মসূচি থাকছে অমিত শাহ র।
সরকারি কর্মসূচিতে যাবেন আরামবাগ। কিন্তু কেনো বারবার আরামবাগেই সভা ও বৈঠক করছেন কেন্দ্রীয় নেতারা।
আরামবাগ এ সম্পূর্ণ সরকারি অনুষ্ঠানে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। কিন্তু এবারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ! এবার অমিত শাহ বৈঠক করবেন কৃষক ও সমবায় শিল্পের সঙ্গে জড়িত ৫০০ থেকে ৭০০ জনের সঙ্গে কথা বলবেন। এবার কি রাজ্যের সমবায় আন্দোলনের রাশ ধরছেন অমিত শাহ? রাজ্যের একটা বড় অংশ এই কাজের সঙ্গে জড়িত। সম্পূর্ণ অরাজনৈতিক সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শাহ হুগলীর আরামবাগ এলাকায় । কিন্তু যাঁরা যোগ দেবেন ওই বৈঠকে তারা সরাসরি গ্রামের ‘কি” ফ্যাক্টর! ১৪ সালে মাত্র ১২% ছিল বিজেপির ভোট এই আরামবাগ এ। ১৯ এ ভোট শতাংশ ৪৬% এ নিয়ে যায় পদ্ম শিবির। এই মুহূর্তে খানাকুল, আরামবাগ, পুড়শুরা ও গোঘাট থেকে ৪ জন বিধায়কও আছে বিজেপির। বিজেপি এবার আরও দুই আসন তাদের জন্য সম্ভাবনাময় বলে মনে করছে। সেটা হলো তারকেশ্বর ও চন্দ্রকোনা। আরামবাগ এর মাটিতে কোনোরকম রাজনৈতিক কর্মসূচি না করলেও ৫০০ থেকে ৭০০ জন সমবায় কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষের সঙ্গে সরকারি অনুষ্ঠানে কথা বলবেন শাহ। গ্রাম বাংলার রাজনীতিতে সমবায় এ এবার নজর শাহএর! এছাড়াও
সাইন্স সিটি অডিটরিয়ামে অমিত শাহ একটি বৈঠক করবেন। ডাকা হচ্ছে নবনিযুক্ত মন্ডল ও জেলা সভাপতিদের।
২৬ এর ভোটের আগে ফের রাজ্যে নজর দিতে শুরু করছে বিজেপি।
Leave a comment
Leave a comment
