রেল পরিষেবায় আমূল বদলের স্বপ্ন দেখাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। একদিকে বুলেট ট্রেন অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেস। যা রেল পরিষেবায় বিপ্লব বলে দাবি প্রধানমন্ত্রী মোদী এবং কোং-এর। কিন্তু বাস্তব ছবিটা অন্যরকম! লোকাল হোক কিংবা দূরপাল্লা, ট্রেনগুলির অস্বাভাবিক লেটের কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। অন্যান্য পরিষেবার মান নিয়েও রয়েছে ক্ষোভ। আবার ‘গোদের উপর বিষফোঁড়া’র মতো বেড়েছে এসিতে ভাড়া।
এর মধ্যেই রেলযাত্রীদের জন্য সুখবর শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘোষণা করলেন ১ হাজারটা নতুন ট্রেনের। যা রেল পরিষেবায় গতি আনবে বলেই মনে করা হচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, রেল সফরে যাত্রীদের অভিজ্ঞতা বদলের জন্য কাজ করছে রেলমন্ত্রক। একই সঙ্গে রেলওয়ে নেটওয়ার্ক ক্ষমতা বাড়াতে এবং খরচ কমাতেও ভারতীয় রেল কাজ করছে বলেও এদিন জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। কিন্তু নতুন হাজারটি ট্রেন কোথায় চলবে? বাংলা পাবে?
রেলে যুক্ত হচ্ছে নতুন ট্রেন?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রেলমন্ত্রী জানিয়েছেন, সরকার নতুন ১০০০ টি ট্রেন নিয়ে আসতে চলেছে। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ট্রেনগুলি লঞ্চ করবে। তবে কোন রুটে তা ছুটবে তা স্পষ্ট করেননি রেলমন্ত্রী। এমনকী নির্দিষ্টভাবে বাংলার জন্য কিছু থাকবে কিনা তাও ওই সাক্ষাৎকারে কিছু জানাননি। অন্যদিকে বুলেট ট্রেনের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন অশ্বিনী। তাঁর কথায়, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে বাণিজ্যিক ভাবে অপারেশন শুরু করবে বুলেট ট্রেন।
এই প্রসঙ্গে রেলমন্ত্রী আরও জানিয়েছেন, জাপানের সঙ্গে যৌথভাবে বুলেট ট্রেনের কাজ চলছে। প্রথম প্রোটোটাইপ আগামী বছর অর্থাৎ ২০২৬ সালেই ছুটতে শুরু করবে বলেও এদিন জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তবে পাকাপাকিভাবে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে আরও একটা বছর সময় লাগতে পারে। রেলমন্ত্রীর কথায়, টার্গেট ২০২৭।
জাজবাত বাংলায় আরও পড়ুন
কিন্তু এতকিছুর পরেও তাঁর আমলে গত কয়েকবছরে একাধিক রেল দুর্ঘটনার ঘটনা ঘটে! প্রশ্নের মুখে পড়তে হয় নরেন্দ্র মোদী সরকারকে। রেলের নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী জানান, গত কয়েকদশকে রেল দুর্ঘটনা ৮০ শতাংশ কমে গিয়েছে। লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছে এমন ঘটনাও অনেকটাই কমে এসেছে। যাত্রীদের সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে দাবি মন্ত্রীর। বিশেষ করে নিয়মিত ভাবে সুরক্ষা পর্যালোচনা এবং ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, পয়েন্ট এবং সিগন্যালিং সিস্টেমে আরও আপগ্রেডেশন আনা হচ্ছে বলেও মন্তব্য তাঁর।
