সুদীপ্ত চট্টোপাধ্যায়
নীতি আয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা যাই থাক, সামাজিক ও অর্থনৈতিক সূচকে পশ্চিমবঙ্গকে ধারাবাহিক উন্নতির স্বীকৃতি দিল নীতি আয়োগই। দেশের শীর্ষ পরিকল্পনাকারী সংস্থা নীতি আয়োগ প্রকাশিত সাম্প্রতিক সারাংশ রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ খাতে রাজ্যের উন্নত পারফরম্যান্সকে চিহ্নিত করা হয়েছে। নীতি আয়োগের রিপোর্টকে উল্লেখ করে রাজ্যের এই সাফল্য এক্স হ্যান্ডেলে বার্তায় জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
ক’দিন আগেই যিনি নীতি আয়োগ-এর সামারি রিভিশনে পশ্চিমবঙ্গের নাম করে বিহারের মানচিত্র লিপিবদ্ধ করা নিয়ে নীতি আয়োগের মতো সংস্থার কাজের পদ্ধতি ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি এদিন নিজের এক্স এন্ডলে নীতি আয়োগ-এর মাধ্যমে রাজ্যের সাফল্য চিত্রকে তুলে ধরলেন।
নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী কর্মসংস্থান থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে লিঙ্গ অনুপাত—সব ক্ষেত্রেই জাতীয় গড়ের চেয়ে এগিয়ে বাংলা। সর্বাধিক নজর কেড়েছে কর্মসংস্থানের পরিসংখ্যান। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ২০২২–২৩ অর্থবছরে পশ্চিমবঙ্গের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২%, যেখানে জাতীয় গড় ৩.২%।
অর্থাৎ প্রায় ৩০% কম বেকারত্ব, যা দেশের মধ্যে অন্যতম সেরা পারফরম্যান্স। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, শুধু কর্মসংস্থান নয়, আরও যে যে সূচকে বাংলা এগিয়ে তা হল নিম্নরূপ-
- সাক্ষরতার হার: ৭৬.৩% (২০১১ অনুযায়ী), যা জাতীয় গড় ৭৩%-এর উপরে
- শিক্ষা : স্কুল ড্রপআউট হ্রাস এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে বেশি পাশের হার
- গড় আয়ু: ৭২.৩ বছর (২০২০), জাতীয় গড়ের থেকে বেশি
- লিঙ্গ অনুপাত: প্রতি ১,০০০ পুরুষে ৯৭৩ কন্যাশিশু—জাতীয় গড় (৮৮৯)-এর তুলনায় ভাল
- শিশু মৃত্যুহার: প্রতি ১,০০০ জীবিত শিশুর মধ্যে ১৯ জনের মৃত্যু (২০২০)
- মোট প্রজনন হার: প্রতি মহিলায় ১.৬ জন শিশু (২০১৯–২১), স্থিতিশীল জনসংখ্যার লক্ষ্যমাত্রার চেয়ে ভালো
- জীবনযাত্রার মান: পানীয় জলের অ্যাক্সেস-সহ অন্যান্য পরিকাঠামোগত মানে জাতীয় গড়ের উপরে অবস্থান
পশ্চিমবঙ্গ নিয়ে নীতি আয়োগের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে অক্সিজেন দিয়েছে রাজ্য সরকার ও রাজ্যের শাসকদলকে। বিশেষ করে ছাব্বিশের নির্বাচনের আগে এই কেন্দ্রীয় রিপোর্টকে হাতিয়ার করবে রাজ্য তাতে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের রিপোর্টে বঙ্গের এই সাফল্যকে কেন্দ্র করে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
