আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে কারা কোন পুরস্কার পাচ্ছেন তা ঘোষণা করা হল মঙ্গলবার। সেইসঙ্গে এও জানিয়ে দেওয়া হল কোথায় হচ্ছে এ বারের অনুষ্ঠানটি। এ বছর ‘মোহনবাগান রত্নে’ কে ভূষিত হতে চলেছেন তা জানা গিয়েছিল আগেই। ক্লাবের নতুন কার্যকরী সমিতির তরফে সচিব সৃঞ্জয় বোস এদিন ঘোষণা করলেন এ বছরের বাকি পুরস্কার প্রাপকদের নামও। তিনি এও বলেন, এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। যেখানে উপস্থিত থাকতে চলেছেন সৌরেন্দ্র-সৌম্যজিত সঙ্গীত জুটি এবং ইমন চক্রবর্তী।
১৯১১ সালে ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে সবুজ প্রথম আইএফএ শিল্ড জিতেছিল সবুজ মেরুন সেনারা। সেই উপলক্ষ্যেই প্রতি বছর ২৯ জুলাই পালিত হয়ে আসছে ‘মোহনবাগান দিবস’। যে অনুষ্ঠানে ‘মোহনবাগান রত্ন’সহ প্রদান করা হয় একাধিক পুরস্কার। এ বারের ‘মোহনবাগান রত্ন’ যে টুটু বোস পাচ্ছেন তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি জানানো হয়েছিল, আগামী বছর এই সম্মানে ভূষিত করা হবে, প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে। এ বার ঘোষণা করা হল বাকি পুরস্কার প্রাপকদের নামও।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন, এই মরশুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। আইএসএলে ১১ টি গোল করার সুবাদে সেরা ফরোয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন। এ ছাড়া সেরা উদীয়মান তারকা হিসেবে বেছে নেওয়া হয়েছে দীপেন্দু বিশ্বাসকে। যিনি গত মরশুমে পালতোলা নৌকোর রক্ষণভাগে অন্যতম স্তম্ভ ছিলেন। অন্যদিকে এ বছর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হচ্ছে ক্রিকেটার রাজু মুখার্জিকে। যিনি দীর্ঘ সময় ক্রিকেট খেলেছেন মোহনবাগানের হয়ে।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
এই সমস্ত পুরস্কারের পাশাপাশি দেওয়া হবে সেরা সমর্থক, সেরা ক্রীড়া সাংবাদিক, সেরা রেফারি, সেরা ক্রীড়া সংগঠক ইত্যাদি পুরস্কারও। গত মরশুমে জামশেদপুরে হেনস্থার শিকার হওয়া রিপন মণ্ডলকে বেছে নেওয়া হয়েছে সেরা সমর্থক হিসেবে। মরণোত্তর সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার দেওয়া হবে অরুণ সেনগুপ্ত এবং মানস ভট্টাচার্যকে। সেরা রেফারি মিলন দত্ত। সেরা ক্রীড়া সংগঠক অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব অমল কুমার মৈত্র। এ ছাড়া সেরা হকি খেলোয়াড় হিসেবে অর্জুন শর্মা এবং সেরা ক্রিকেটার হিসেবে রণজ্যোৎ সিং খায়রা পুরস্কার পাচ্ছেন বলে জানা গিয়েছে।
