সুদীপ্ত চট্টোপাধ্যায়
নবান্নের ভিতরে সিভিক ভলেন্টিয়ারদের প্রবেশ কার্যত নিষিদ্ধ করা হল। এখন থেকে নবান্নের মূল চৌহদ্দির মধ্যে ঢুকতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা। নবান্নের ভিতরে ঢুকতে গেলে নির্দিষ্ট পরিচয়পত্র এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে প্রবেশ করতে হবে প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে। নবান্নের নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
সাধারণ মানুষের মতোই নির্দিষ্ট গেটে পরিচয়পত্র দেখিয়ে এবং প্রয়োজনীয়তা জানানোর পর প্রবেশ করতে পারবেন সিভিকরা। এমনকি অন্যান্য পুলিশ কর্মী যারা নবান্নের ভিতরে ডিউটি করবেন তাদেরও পরিচয়পত্র দেখিয়ে ঢোকা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
গত মঙ্গলবার এক সিভিক ভলেন্টিয়ার সমস্ত নিরাপত্তা এড়িয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছে যায়। এরপরই তাকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। এবং পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই নবান্নের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বিশেষ করে নবান্নের মূল ভবনে ঢোকার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দপ্তর বা সিএমও’র নিরাপত্তাও বেশ কিছুটা বাড়ানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য দুই স্তরের ইনটেলিজেন্সকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হযেছে বলেই নবান্ন সূত্রে খবর।