হোয়াইট হাউসের প্রেস সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন কারোলিন লিভিট। সেই লিভিটের প্রশংসা করতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছর ২৭-এর লিভিটের প্রশংসা করে ট্রাম্প বললেন, “আহা কী রূপ, কী ঠোঁট! ঠিক যেন মেশিন গান।” ট্রাম্পের এই উচ্চ প্রশংসাই বিতর্ক তৈরি করেছে। ট্রাম্পের সমালোচকদের অধিকাংশই এই মন্তব্যের পিছনে যৌন উদ্দীপনা দেখছেন। ট্রাম্পের অতীত তুলে কটাক্ষ করতে ছাড়ছে না নেটিজেনরাও।
কয়েকদিন আগে নিউজ ম্যাক্স নামে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই হোয়াইট হাউসে নিযুক্ত অল্প বয়সি সুন্দরী যুবতীর প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা। লিভিটের প্রসঙ্গে হাসিমুখেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, “লিভিট তো এখন রীতিমতো স্টার। যেমন রূপ তমনই তীক্ষ্ণ বুদ্ধি। সুন্দর ঠোঁট। কথা বলার সময় সেই ঠোঁট যেন মেশিন গান হয়ে ওঠে। লিভিট সত্যিই অসাধারণ মহিলা।”
ট্রাম্পের এই মন্তব্য সামনে আসাতেই বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশ সোশাল মিডিয়ায় ট্রাম্পের এই মন্তব্যের নিন্দায় সরব । তাঁরা বলছেন, মহিলাদের প্রতি ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। একজন নেটিজেন তো ট্রাম্পকে সরানোর দাবিও করেছেন। এই মন্তব্যের কারণে নেটিজেনদের একাংশ সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলেছে। এ ধরনের মন্তব্যের পরেও সংবাদমাধ্যম চুপ করে থাকায় বিরক্তি প্রকাশ করেছেন তাঁরা।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসার আগে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন কমপক্ষে ১৮ জন মহিলা। যৌন নির্যাতনের মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আদালতে মামলা চলছে।
Leave a comment
Leave a comment