মোহিত সুরির ছবি সাইয়ারা এখন সুপারহিট। বলিউডের নয়া রোমান্টিক জুটি আহান পান্ডে-অনিত পাড্ডার নজরকাড়া অভিনয়ে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। বক্স অফিসে ৫০০ কোটি টাকার বেশি ইতিমধ্যেই জমা হয়েছে। স্বভাবতই আহান পান্ডের প্রথম ছবি সাইয়ারা সাফল্য উদযাপনে চলছে একের পর এক পার্টি। সম্প্রতি এমনই এক পার্টিতে ক্যামেরাম্যানের ভূমিকায় দেখা গেল শাহরুখ পুত্র আরিয়ান খান। সোস্যাল মিডিয়ায় যা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল।
সাইয়ারার সাকসেস পার্টিতে আহান-অনীত ছাড়া ছিলেন পরিচালক মোহিত সুরির গোটা টিম। অভিনেতা, কলাকুশলী সহ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন সেই পার্টিতে। ছিলেন আহানের বোন অনন্যা পান্ডে এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধু আরিয়ান খান। বস্তুতপক্ষে, সেই ছোট থেকেই শাহরুখ পুত্র আরিয়ান খানের বেড়ে ওঠা কিন্তু আহান-অনন্যা পান্ডেদের সঙ্গে। আর সেই কারণেই প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় আরিয়ান-আহানকে।
ভাইরাল ক্লিপে ধরা পড়েছে পার্টিতে আহান-অনিতের বিশেষ মুহূর্তগুলির ভিডিও রেকর্ডিং করছেন আরিয়ান। রোমান্টির জুটির কেক কাটার ছবিও ফ্রেমবন্দি করেছেন তিনি। ফ্যান পেজে শেয়ার করা ক্লিপটিতে, আরিয়ানকে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আহান এবং অনিতের ছবি তুলতে দেখা যাচ্ছে। সাইয়ারা-র পার্টিতে আরিয়ানও হাসিমুখেই ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি এক উচ্ছ্বিসত ভক্তের সঙ্গেও কথা বলেছেন তিনি ।
”সাইয়ারা” সাকসেস পার্টি এর আগে হয়েছিল বালিতে। সেখানেও হাজির ছিল তাদের গোটা টিম। সাফল্য উদযাপনের বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল ভক্তদের জন্য। চলতি বছরের ১৮ জুলাই, হলে মুক্তি পেয়েছে মোহিত সুরির রোমান্টিক ফিল্ম সাইয়ারা। আহান এবং অনিতের পাশাপাশি, ছবিটিতে রাজেশ কুমার, শান আর গ্রোভার, বরুণ বাদোলা, শাদ রন্ধাওয়া এবং আলম খান প্রমুখ অভিনয় করেছেন।
বলিউড বাদশা শাহরুখ পুত্র, আরিয়ান খান এখন ব্যস্ত পরিচালনার কাজ নিয়ে। ফিল্মি তারকার সন্তান, ‘দ্য ব্যা***ডস অফ বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। গত তেসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। তবে এই সিরিজের মুক্তির তারিখ এখনও ঘোষিত হয়নি।
সিনে দুনিয়ায় জোর গুঞ্জন, আগামী ২০ আগস্ট মুম্বাইতে নেটফ্লিক্স-আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম লুক প্রকাশ করা হবে। প্রমোশনের সেই অনুষ্ঠানে হাজির না থাকতে পারেন আরিয়ান। ছবির কলাকুশলীদের নামও বেশ গোপন রাখা হয়েছে। যদিও সিরজটিতে মোনা সিং, ববি দেওল এবং এমনকি রণবীর কাপুরের বিশেষ ভূমিকায় অংশ নেওয়া ঘিরেও চলছে জোর জল্পনা।
