অভিনয় জীবনের অর্ধশতক পূরণ করলেন ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। টানা ৫০ বছর ধরে সিনেমা জগতে ভক্তদের মুগ্ধ করে আসছেন তিনি। তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তে দেশ-বিদেশের অসংখ্য সেলিব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন সবচেয়ে বড় শুভেচ্ছা আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন,”চলচ্চিত্র জগতে ৫০ বছরের গৌরবময় যাত্রা সম্পূর্ণ করার জন্য রজনীকান্তজিকে অভিনন্দন। তাঁর অভিনয়যাত্রা সত্যিই অনন্য, যা প্রজন্মের পর প্রজন্মের দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। আগামীর জন্য রইল সুস্বাস্থ্য ও সাফল্যের শুভকামনা।”
প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছার উত্তরে আবেগঘন বার্তা দেন রজনীকান্ত। তিনি লেখেন, “সম্মানিত @narendramodi মোদিজি, আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে যাঁকে শ্রদ্ধার সঙ্গে দেখে এসেছি, তাঁর কাছ থেকে এই শুভেচ্ছা পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। ধন্যবাদ আপনার সদয় কথার জন্য। জয় হিন্দ।”
শুধু প্রধানমন্ত্রী নন, রজনীকান্তকে শুভেচ্ছা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন, উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন, বিরোধী দলনেতা এডাপাডি পালানিস্বামী, বিজেপি নেতা নাইনার নাগেন্দ্রন, অন্নামলাই, দীনাকরণ, গীতিকার বৈরমুথু, সঙ্গীতজ্ঞ ইলাইয়ারাজা, অভিনেতা কমল হাসান, মোহনলাল, মাম্মুটি প্রমুখ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে রজনীকান্ত একটি নোটে লেখেন,
“দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমার চলচ্চিত্র জীবনের ৫০ বছরের যাত্রায় আমাকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, সম্প্রতি রজনীকান্তকে দেখা গেছে ‘কুলি’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, সৌবিন শাহির, সত্যরাজ, আমির খান, মহেশ মঞ্জরেকর ও উপেন্দ্র। রজনীকান্তের ৫০ বছরের অভিনয়জীবনকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। আর থালাইভা ভক্তদের ভালোবাসার পাশাপাশি রাজনৈতিক নেতাদের শুভকামনাতেও ভাসছেন এই মহাতারকা।
