বিহারের ভোটার তালিকায় বহু ভিনদেশি নাগরিকের সন্ধান মিলেছে। সূত্রের খবর, বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে। সেই কাজ করতে গিয়েই দেখা গিয়েছে, ভোটার তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান মায়ানমার, এমনকি, নেপালের নাগরিকদেরও নাম রয়েছে।
চলতি বছরের অক্টোবর, নভেম্বরের মধ্যেই বিহার বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর- এর কাজ। ভোটারদের পরিচয়পত্র, নথি যাচাই করতে বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরছেন। আর তাতেই ধরা পড়েছে এই বিপুল গরমিল। জানা গিয়েছে রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান মায়ানমার ও নেপালের বহু নাগরিকের নাম ঢুকে রয়েছে।
এরই মধ্যে বিহারের ভোটের তালিকা নিয়ে নতুন করে আরও এক বিতর্ক তৈরি হয়েছে। বলা যেতে পারে বিহারে খসড়া ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাঁরাও নিরাপদ নন। নথির গরমিল থাকায় খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে এমন তিন লক্ষ ভোটারকে কমিশন নোটিস পাঠাতে চলেছে বলে খবর।
আগামী ৭ দিনের মধ্যে তাঁদের বৈধ-নথিসহ ইআরওদের কাছে হাজির হতে বলা হয়েছে।
জানা গিয়েছে বিহারের যে ৭ কোটি ২৪ লক্ষ ভোটার তাদের আবেদন পত্র জমা করেছেন তাদের সকলের যথাযথ নথিপত্র নেই। অনেকের নথিতে একাধিক গরমিল রয়েছে। অনেকেই বৈধ-নথি জমা দেননি বলে অভিযোগ। এই ধরনের ভোটারদের নোটিস পাঠানো হবে বলে খবর। যাদের এ ধরনের নোটিস পাঠানো হবে তাদের ৭ দিনের মধ্যে বৈধ নথি জমা করার অনুরোধ করা হচ্ছে। কিন্তু তাঁরা যদি বৈধ নথিপত্র জমা দিতে না পারেন সেক্ষেত্রে তাদের নামও ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হবে।
সূত্রের খবর, মূলত সীমান্তবর্তী কিশানগঞ্জ, মধুবনী আরারিয়া পশ্চিম চম্পারণ, পূর্ণিয়া জেলাতেই এই ধরনের ঘটনা বেশি হয়েছে।
উল্লেখ্য, বিহারে নিবিড় সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর। ওই ভোটার তালিকার উপরেই হবে আসন্ন বিধানসভা নির্বাচন।
