শুক্রবার সকালে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে বিজেপি কর্মীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। ওই ঘটনার কড়া নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। একইসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকেও খোলা চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন তিনি। ওই চিঠিতে শুভঙ্কর সরকার লিখেছেন, বিজেপি যদি দলীয় কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় এবং পুলিস যদি হাত গুটিয়ে থাকে তাহলে পথে নামবে কংগ্রেস।
শমীক ভট্টাচার্যকে দেওয়া চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট লিখেছেন, রাকেশ সিং নামে এক বিজেপি নেতার নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতরে হামলা চালানো হয়েছে। আপনাকে অন্ধকারে রেখে যে এই কাজ করা হয়েছে সেটা মনে করে না কংগ্রেস। সকালে যখন প্রদেশ কংগ্রেস দফতর বন্ধ ছিল সে সময় কাপুরুষের মতো কিছু বিজেপি কর্মী বিধান ভবনে ঢুকে তাণ্ডব চালায়। রাহুল গান্ধী সহ কংগ্রেসের প্রথম সারির নেতাদের ছবি তছনছ করে। কেন এই তাণ্ডব, আপনাকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
ওই চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও লিখেছেন, বিজেপি নেতা রাকেশ সিং বলছিলেন, ভোট চুরি চলছে চলবে। অর্থাৎ আপনারা মেনে নিচ্ছেন রাহুল গান্ধী ভোট চুরির যে অভিযোগ তুলেছেন সেটা সত্যি। আমরা আপনার কাছে এ বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা শুনতে চাইছি। শুভঙ্কর আরও লিখেছেন, রাকেশ সিংহের বিরুদ্ধে আপনার দল এবং পুলিস যদি কোনও ব্যবস্থা না নেয় তবে কংগ্রেস কর্মীরা পথে নামবে। সেক্ষেত্রে কংগ্রেস কর্মীদের নিয়ন্ত্রণের রাশ তাঁর হাতে নাও থাকতে পারে।
Leave a comment
Leave a comment
