সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে শনিবার ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরুতে এলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এবং টেস্ট অধিনায়ক শুভমান গিল। ইদানিং শোনা যাচ্ছে, রাগবির ধাঁচে ‘ব্রঙ্কো’ নামের একটি বিশেষ ধরণের ফিটনেস টেস্ট চালু হতে চলেছে ভারতীয় ক্রিকেট। যা নিয়ে বিতর্কও তুঙ্গে। এরই মাঝে ফিটনেসের পরীক্ষা দিতে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পা রাখলেন দুই অধিনায়ক।
রোহিত এবং গিলের পাশাপাশি এ দিন ফিটনেস পরীক্ষা দিতে এসেছেন জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা এবং শার্দূল ঠাকুর। সব মিলিয়ে নয়া মরশুম শুরুর আগে আপাতত ক্রিকেটারদের ফিটনেস নিয়েই কৌতুহলী বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ সমর্থকেরা। বিশেষ করে, নজর থাকছে হিটম্যানের দিকে। যিনি আগামী ২০২৭ বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছেন।
এ দিকে মনোজ তিওয়ারির মত প্রাক্তনীর দাবি, রোহিতকে বাদ দিতেই দলে ব্রঙ্কো টেস্ট চালু করার পরিকল্পনা করেছেন গৌতম গম্ভীররা। এর পরই বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা দিতে চলে এলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ফলে আসন্ন এশিয়া কাপে তিনি অংশ না নিলেও অক্টোবরে কানপুরে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে ভারত এ দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন বলে জানা গিয়েছে।
শনিবার অথবা রবিবার রোহিতের ফিটনেস টেস্ট হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে টেস্ট অধিনায়ক শুভমান গিলের চলতি দলীপ ট্রফিতে খেলার কথা থাকলেও ভাইরাল জ্বরের কারণে খেলতে পারেননি। এর পর সরাসরি এশিয়া কাপ খেলতে দুবাই উড়ে যাবেন তিনি। সে কারণেই তড়িঘড়ি ফিটনেস পরীক্ষা দিতে চলে এসেছেন বলে মনে করা হচ্ছে। একই কথা বুমরাহ’র ক্ষেত্রেও প্রযোজ্য। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে গত ইংল্যান্ড সফরে ৫ টেস্টের মধ্যে মাত্র ৩ ম্যাচ খেলেছিলেন। তাই এশিয়া কাপে খেলার আগে তিনিও পা রেখেছেন বেঙ্গালুরুতে।
অন্যদিকে তিলক ভার্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং কুলদীপ যাদবের মত অন্যান্য খেলোয়াড়রা ইতিমধ্যেই সেন্টার অব এক্সিলেন্সে শিবির করেছেন। তবে এসবের মধ্যে বিরাট কোহলির দেখা নেই। রোহিত শর্মা এবং বাকিরা ফিটনেস পরীক্ষা দিতে এলেও অনুপস্থিত ভারতীয় ক্রিকেটে ফিটনেসের পথপ্রদর্শক। যদিও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই লন্ডনে অনুশীলন শুরু করেছেন কিং কোহলি।
