“কত বিনিয়োগ করবেন?” টেক জায়ান্টদের ট্রাম্পের সরাসরি প্রশ্নে বারবার আন্দোলিত হল হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি সংস্থার প্রধানদের জন্য দেওয়া মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থার বিনিয়োগ গন্তব্য ভারত ও চিনের মত দেশ হওয়ায় কপালে ভাঁজ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের। সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোকে ফের মার্কিন দেশে বিনিয়োগের বার্তা দিতে নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
হাই প্রোফাইল এই ভোজে উপস্থিত ছিলেন মেটার মার্ক জুকারবার্গ, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান, গুগল সিইও সুন্দর পিচাই ও মাইক্রোসফট সিইও সত্য নাদেলা সহ বহু টেক জায়েন্ট কর্তা।সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেই কোম্পানির বিনিয়োগ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন অ্যাপল সিইও টিম কুককে।প্রসঙ্গক্রমেই তিনি বলেন, আইফোন নির্মাতা সংস্থা অন্য জায়গা থেকে থেকে ‘বড় আকারে ঘরে ফিরছে’। এখানে অন্য জায়গা বলতে ভারতকেই ইঙ্গিত করেছেন ট্রাম্প।গত মে মাসে ট্রাম্প প্রকাশ্যে কুককে বলেন যে তিনি চান না অ্যাপল ভারতে তাদের প্রোডাক্ট তৈরি করুক।অ্যাপলের পদক্ষেপে তিনি কটাক্ষ করেন।ট্রাম্প বলেন, “আমার টিম কুকের সঙ্গে একটু সমস্যা হয়েছিল… আমি বলেছিলাম, “বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি। তুমি এখানে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছ, কিন্তু শুনছি তুমি ভারতে কারখানা বানাচ্ছ। আমি চাই না তুমি ভারতে বানাও,” মন্তব্য করেন ট্রাম্প।
তবে এবার ট্রাম্পকে হতাশ করেন নি কুক।ট্রাম্পের বিনিয়োগ প্রশ্নের জবাবে কুক বলেন “৬০০ বিলিয়ন ডলার।” অ্যাপলের জন্য ইতিবাচক পরিবেশ তৈরির জন্য তিনি প্রেসিডেন্টকে ধন্যবাদও জানান।
এরপর ট্রাম্প “আপনি কত বিনিয়োগ করবেন” বলে প্রশ্ন করেন মেটার সিইও মার্ক জুকারবার্গকে। জুকারবার্গ বলেন,“৬০০ বিলিয়ন ডলার।” এরপর গুগলের বিনিয়োগ প্রসঙ্গে সুন্দর পিচাই জানান,“আমরা ইতিমধ্যেই ১০০ বিলিয়নের বেশি বিনিয়োগ করেছি। আগামী দুই বছরে তা হবে ২৫০ বিলিয়ন ডলার।” মাইক্রোসফটের বিনিয়োগ নিয়ে প্রশ্ন করায় সত্য নাদেলা জানান,“এই বছর যুক্তরাষ্ট্রে আমরা প্রায় ৭৫ থেকে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করব।”
বিপুল বিনিয়োগের এমন বার্তায় ডোনাল্ড ট্রাম্প সকলকেই ধন্যবাদ জানান।এদিনের এই নৈশভোজে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন।
Leave a comment
Leave a comment
