ফের ডিগবাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, তিনি সবসময়ই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। নরেন্দ্র মোদি তাঁর খুব ভালো বন্ধু। উনি খুব ভালো প্রধানমন্ত্রীও। এই বন্ধুত্ব সব সময় অটুট থাকবে। তবে এই মুহূর্তে মোদি যা করছেন সেটা হয়তো আমার ভালো লাগছে না। মাথায় রাখতে হবে ভারত ও আমেরিকার মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
ভারতের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো নিয়েও মুখ খুলেছেন ট্রাম্প। তিনি স্বীকার করেছেন ভারতের উপর শুল্কের হার অনেক বেশি হয়ে গিয়েছে। বিষয়টি তাঁর মাথাতেও রয়েছে।ভারত-সহ এখনও যে সমস্ত দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি হয়নি তাদের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে বলেও ট্রাম্প দাবি করেছেন।
সম্প্রতি সাংহাইয়ে এসসিও সম্মেলনে নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিন রাষ্ট্রপ্রধানের ছবি ছড়িয়ে পড়ে। দু’দিন আগে ওই ছবি পোস্ট করে ট্রাম্প কটাক্ষ করেছিলেন, রাশিয়া ও ভারতকে তাঁরা চিনের গভীরতম অন্ধকারের কাছে হারিয়ে ফেলেছেন। কিন্তু ওই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ট্রাম্প। বললেন, তাঁর মনে হয় না তিনি ভারতকে হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের স্পষ্ট কথা, মোদির সঙ্গে তাঁর যথেষ্ট উষ্ণ সম্পর্ক ছিল আছে এবং থাকবে। যদিও ট্রাম্প এও বলেছেন যে, তাঁর পরামর্শ উপেক্ষা করে ভারত যেভাবে রাশিয়া থেকে তেল কিনছে তাতে তিনি খুব হতাশ।
Leave a comment
Leave a comment
