ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ইসলামনগর এলাকা থেকে আইএসআইএস-এর সন্দেহভাজন জঙ্গি আজহার দানিশকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। বুধবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
যৌথ অভিযানে দিল্লি পুলিশের বিশেষ সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশ তাকে আটক করে। সূত্রের খবর, দানিশের বিরুদ্ধে দিল্লিতে একটি মামলা দায়ের ছিল, সেই সূত্রে তাকে খুঁজছিল দিল্লি পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে, দিল্লি থেকেও আরেকজন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, রাজধানীতে অন্তত আটটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই আটজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। দিল্লি পুলিশের বিশেষ সেল জানিয়েছে, অভিযান চলছে।
অন্যদিকে, মঙ্গলবার দিল্লি পুলিশের বিশেষ সেল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে জড়িত একটি গুপ্তচরচক্র ভেঙে ফেলে। ওই ঘটনায় প্রভাত চৌরাসিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি আধার কার্ড ব্যবহার করে ১৬টি সিমকার্ড সংগ্রহ করে তা নেপালে পাঠিয়েছিলেন। এর মধ্যে ১১টি সিম পাকিস্তানের লাহোর, বাহাওয়ালপুরসহ বিভিন্ন জায়গা থেকে হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল এবং আইএসআই কর্মীরা গুপ্তচরবৃত্তি ও ভারতবিরোধী কাজে ব্যবহার করছিল বলে দাবি পুলিশের।
বিশেষ সেল জানিয়েছে, ধৃত ব্যক্তির সহযোগী এবং সিম পাচারের নেটওয়ার্ক খুঁজে বের করতে তদন্ত চলছে। এছাড়াও বিদেশি হ্যান্ডলারদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে, যারা এই গুপ্তচরবৃত্তির চক্র পরিচালনা করছিল।