ভারতের বিরুদ্ধে আরও বেশি শুল্ক আরোপের ভাবনাচিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চিনের ওপর কঠোর শুল্ক আরোপের অনুরোধ করেছেন। ভারত ও চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর জন্য ইইউ-এর ওপর চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই বিষয়ে ইইউ-র পক্ষ থেকে ট্রাম্পকে কোনও আশ্বাস দেওয়া হয়নি বলে খবর।
উল্লেখ্য, একদিন আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি শীঘ্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন।
এরই মধ্যে সামনে এসেছে রয়টার্সের রিপোর্ট। ওই রিপোর্টে একজন আমেরিকান এবং ইইউয়ের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, চিন ও ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার জন্য ট্রাম্প ইইউ কর্তাদের অনুরোধ করেছেন। এই দুই দেশ যাতে রাশিয়ার থেকে তেল না কেনে সে বিষয়টি নিশ্চিত করতেই ট্রাম্পের এই অনুরোধ। কারণ ট্রাম্প মনে করেন, চিন ও ভারত অবিলম্বে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলে চাপে পড়বেন ভ্লাদিমির পুতিন।
কয়েকদিন আগে ট্রাম্প ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সংক্রান্ত আধিকারিক ডেভিড ও’সুলিভান-সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। সেই সময়ই নাকি ট্রাম্প, দুই দেশের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের অনুরোধ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ-এর এক আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যদি তাঁর অনুরোধ রাখে, তাহলে আমেরিকাও ভারত ও চিনের ওপর একই ধরনের শুল্ক আরোপ করবে।
উল্লেখ্য, ট্রাম্প অভিযোগ করে আসছেন, ইউরোপও এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এই আবহে ইউরোপকে ভারত এবং চিনের ওপর আরও শুল্ক আরোপের জন্য চাপ সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট।
রয়টার্সের ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে,২০২৪ সালে ইইউ-এর মোট গ্যাস আমদানির ১৯ শতাংশ ছিল রাশিয়া থেকে। যদিও ইইউ বলেছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্প ইতিমধ্যে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
